More
    Homeপশ্চিমবঙ্গকরোনা হানা দিল স্বাস্থ্যভবনেও, সংক্রমিত দুই শীর্ষ অধিকর্তা সহ ৫০ জন

    করোনা হানা দিল স্বাস্থ্যভবনেও, সংক্রমিত দুই শীর্ষ অধিকর্তা সহ ৫০ জন

    করোনা হানা দিল স্বাস্থ্যভবনেও। সংক্রমিত হলেন খোদ স্বাস্থ্য দফতরেরই দুই শীর্ষ কর্তা। জানা গেছে, স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী কোভিড পজিটিভ। করোনা ধরা পড়েছে শিক্ষা-স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যেরও। বুধবার দুই অধিকর্তারই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

    করোনা হানা দিল স্বাস্থ্যভবনেও, সংক্রমিত দুই শীর্ষ অধিকর্তা সহ ৫০ জন

    Read More-গুজরাতের সুরাতে প্রিন্টিং মিলে গ্যাস লিক, দমবন্ধ হয়ে মৃত্যু ৬ জনের, অসুস্থ ২৫

    সূত্রের খবর, স্বাস্থ্যভবনের আরও ৫০ জন কর্মীর করোনা ধরা পড়েছে। সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তীর সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছিল আগেই। মৃদু উপসর্গ ছিল তাঁর। প্রথমে তাঁর ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। সেই টেস্ট রিপোর্ট নেগেটিভ আসে। এরপরে আরটি-পিসিআর টেস্ট করালে সেই রিপোর্ট পজিটিভ আসে। বুধবারও দফতরে গিয়েছিলেন তিনি। এখন হোম আইসোলেশনে রয়েছেন। জ্বর, সর্দি-কাশি রয়েছে। এই নিয়ে দুবার সংক্রমিত হলেন তিনি। চিকিত্‍সকমহলেও হানা দিয়েছে করোনা। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিস কর্পোরেশনে ১৩৫ জনের মধ্যে কোভিড পজিটিভ ৮৭। স্বাস্থ্যভবনের মূল প্রশাসনিক কার্যালয়ে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়েছে। আক্রান্ত হয়েছেনে অনেকেই। আরও বেশিজনের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিগত কিছুদিন ধরেই রাজ্যের একাধিক হাসপাতালের চিকিত্‍সক, স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

    করোনা সংক্রমণ ঝড়ের গতিতে বাড়ছে নীলরতন সরকার মেডিক্যাল কলেজে। দুদিন আগেই ৬১ জন ডাক্তার ও নার্সের সংক্রমিত হওয়ার খবর মিলেছিল। সাম্প্রতিক তথ্য বলছে, হাসপাতালে এখন করোনা আক্রান্ত প্রায় ১৯৮ জন। চিকিত্‍সক, নার্স, পিজিটি ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে একদিনে এতজন সংক্রমিত হয়ে পড়ায় উদ্বেগ বেড়েছে। চিকিত্‍সা পরিষেবা কীভাবে সচল থাকবে সে নিয়েই প্রশ্ন উঠছে। একের পর এক হাসপাতালের চিকিত্‍সক স্বাস্থ্যকর্মীরা করোনায় সংক্রমিত হওয়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। ভার্চুয়াল মাধ্যমে জরুরি বৈঠকে বসেছেন দফতরের কর্তারা। রবিবারই জানা গিয়েছিল, চিত্তরঞ্জন শিশু সেবা সদনে ২৪ জন ডাক্তার ও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। সেই সংখ্যাটাই পরে বেড়ে ৩৬ হয়ে যায়। আক্রান্তদের মধ্যে জুনিয়র চিকিত্‍সক রয়েছেন ২৪ জন। মেডিক্যাল অফিসার ৪ জন। সিনিয়র চিকিত্‍সক রয়েছেন ২ জন। অ্যাসিস্ট্যান্ট সুপার ২ জন। এ ছাড়াও ৩ জন নার্সিং স্টাফ ও ১ জন অফিস স্টাফ কোভিড পজিটিভ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments