More
    Homeচাকরিক্লাস 12 পাশেই সরকারি চাকরি! আর্মি থেকে রেলওয়ে, জানুন বিস্তারিত

    ক্লাস 12 পাশেই সরকারি চাকরি! আর্মি থেকে রেলওয়ে, জানুন বিস্তারিত

    অনেকেরই ধারণা, সরকারি চাকরি পেতে হলে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অপরিহার্য। কিন্তু বাস্তবতা ভিন্ন। ক্লাস 12 পাশেও সেনা, রেল, LIC, আধা-সেনা, রাজ্য সরকারি দপ্তর, এবং আরও অনেক জায়গায় চাকরি পাওয়া সম্ভব।

    কীভাবে?
    সেনায় অফিসার:
    NDA-র মাধ্যমে স্থল, বায়ু ও নৌসেনায় অফিসার পদে নিয়োগ।
    বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণি উত্তীর্ণরা নৌ ও বায়ুসেনার জন্য পরীক্ষা দিতে পারবেন।
    যেকোনো বিভাগের দ্বাদশ শ্রেণি উত্তীর্ণরা স্থলসেনার জন্য NDA-র প্রবেশিকায় বসতে পারবেন।
    উপকূলরক্ষী বাহিনীর বেশ কয়েকটি পদে দ্বাদশ উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
    তবে, ক্লাস 12-র বোর্ড পরীক্ষায় 50% বা তার বেশি নম্বর থাকা আবশ্যক।

    লোয়ার ডিভিশন ক্লার্ক:

    SSC-র মাধ্যমে কেন্দ্রীয় সরকারে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ।
    রাজ্য সরকারের ক্ষেত্রে PSC এই পরীক্ষা নিয়ন্ত্রণ করে।
    দ্বাদশ উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।

    লোকো পাইলট:

    রেলের গ্রুপ ডি পদে নিয়োগ।
    লোকো পাইলট পদেও নিয়োগ।
    রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ করে।

    আধা-সেনা:

    BSF, CRPF, SSB-র মতো আধা-সেনায় কনস্টেবল পদে নিয়োগ।
    দ্বাদশ উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।

    LIC ADO:

    জীবন বিমা কোম্পানির ADO পদে নিয়োগ।
    দ্বাদশ উত্তীর্ণদের জন্য।
    LIC পরীক্ষা ও ইন্টারভিউ নিয়ন্ত্রণ করে।

    ফুড সাব ইন্সপেক্টর:

    রাজ্য সরকারের খাদ্য দপ্তরে নিয়োগ।
    PSC-র মাধ্যমে দ্বাদশ উত্তীর্ণদের জন্য।
    ফায়ার অপারেটর, অবগারি কনস্টেবল, ডেটা এন্ট্রি অপারেটর, স্টেনোগ্রাফার, ড্রাইভার পদেও নিয়োগ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments