More
    Homeখবরখুশির ঈদে বন্ধুদের নিয়ে নৌবিহারে গিয়েছিলেন 5 জন যুবক,ঘটনাস্থলে ২জনের মৃত্যু...

    খুশির ঈদে বন্ধুদের নিয়ে নৌবিহারে গিয়েছিলেন 5 জন যুবক,ঘটনাস্থলে ২জনের মৃত্যু হয়।

    মালদা:- খুশির ঈদে বন্ধুদের নিয়ে নৌবিহারে গিয়েছিলেন 5 জন যুবক। পুকুরেই নৌবিহার করছিলেন এই যুবকেরা। হঠাৎই নৌকাটি উল্টে যায়। 5 জন যুবকই জলে ডুবে যায়। এখনও পর্যন্ত দুইজন যুবকের মৃত্যু হয়েছে। তিন জন গুরুতর জখম অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনাটি ঘটেছে মালদা ইংরেজবাজার থানা এলাকায়। ইংরেজবাজার থানার যদুপুর-২ নং গ্রামপঞ্চায়েতের কৃষ্ণপুর সংলগ্ন জগদীশপুর বাদল মোড় এলাকার এক পুকুরে পিকনিক করতে এসে স্নান করতে নামে এই 5 বন্ধু। জলে ডুবে যায় ঘটনাস্থলে ২জনের মৃত্যু হয়। মৃতদের নাম সলিউদজামান(১৯),রেজুয়ান শেখ(১৯) বাড়ি কালিয়াচক থানার -সুজাপুরে।

    খুশির ঈদে বন্ধুদের নিয়ে নৌবিহারে গিয়েছিলেন 5 জন যুবক,ঘটনাস্থলে ২জনের মৃত্যু হয়।

    MORE NEWS – পিরানা পির থেকে মেলা দেখে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত হলেন তিনজন।

    মালদা:- পিরানা পির থেকে মেলা দেখে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত হলেন তিনজন। চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মর্মান্তিক পথো দুর্ঘটনা ঘটেছে বুধবার সকালে মালদা জেলার মানিকচক থানার কালিন্দী এলাকায়। আহতরা হলেন সেজাউল মমিন বয়স (১৯) বছর। শামীম অন্সারি বয়স (২৮) বছর ও হাশেম রাজা বয়স (২৭) বছর। তাদের প্রত্যেকেরই বাড়ি মালদা জেলা চাচল থানার কাশিমপুর এলাকায়। স্থানীয় পরিবার সূত্রে জানা যায় গতকাল রাতে নিজের পার্সোনাল গাড়ি নিয়ে পাঁচ জন মিলে এসেছিলেন মেলা দেখতে পিরানা পির এলাকায়। মেলা দেখে আজ ভোররাতে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার সময় মানিকচকের কালিন্দী এলাকায় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে লাইটপোস্টে গিয়ে ধাক্কা মারে। CONTNUE READING

    MORE NEWS – ঈদের অনুষ্ঠান চলাকালীন বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত ১১।

    Today Kolkata:- সিউড়ি টিকেপাড়াতে ঈদ উপলক্ষে অনুষ্ঠান চলাকালীন বেপরোয়া চারচাকা গাড়ি ঢুকে গিয়ে ১১জন আহত হলো। একজন গুরুতর আহত হয় তাকে সিউড়ি সুপার ফেসিলিটি হসপিটাল এর ভর্তি করা হয়েছে ।বাকি কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায় ঈদের অনুষ্ঠান চলছিল রাত দশটা নাগাদ তখন একটি চারচাকা সেন্ট্রো গাড়ি সজোরে অনুষ্ঠান মঞ্চের দিকে চলে আসে। এবং চেয়ারে বসে থাকা মানুষদের ধাক্কা মারে। CONTINUE READING

    জমি নিয়ে বিবাদের জেরে এক বৃদ্ধাকে ইট দিয়ে মেরে মাথা থেঁতলে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশি বিরুদ্ধে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments