More
    Homeঅনান্যগৃহস্থের বাড়ির শোবার ঘরের খাটের নিচ, আলমারি সহ বিভিন্ন স্থান থেকে উদ্ধার...

    গৃহস্থের বাড়ির শোবার ঘরের খাটের নিচ, আলমারি সহ বিভিন্ন স্থান থেকে উদ্ধার হল একাধিক খরিস সাপের বাচ্চা।

    Today Kolkata:- গৃহস্থের বাড়ির শোবার ঘরের খাটের নিচ, আলমারি সহ বিভিন্ন স্থান থেকে উদ্ধার হল একাধিক খরিস সাপের বাচ্চা। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনায় জানা যায় বেলদা থানার বড়মোহনপুর গ্রামে আজ গৌর হরিদাশ নামে এক ব্যক্তির বাড়িতে শোবার ঘরে খাটের নিচে একাধিক সাপ দেখতে পান তাঁরা। এর পরে তাঁরা রীতিমতো আতঙ্কিত হয়ে ওঠেন। কারণ গৌরহরি দাস বাবুর দুই ছেলে, দুই পুত্রবধূ সহ তাদের দুইজন ছোট্ট শিশুসন্তান রয়েছে। যারা অনবরত ওই শোবার ঘর এবং বাড়ির উঠোনে খেলা করে বেড়ায়। ফলে শোবার ঘরে একাধিক সাপ দেখতে পেয়ে তাঁর আতঙ্কিত হয়ে ওঠেন। তবে সাপগুলিকে ধরার চেষ্টা কিংবা না মেরে তাঁরা খবর দেন বেলদা বনবিভাগে। খবর পেয়ে বনবিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ঘটনাস্থলে এসে পৌঁছায় বেলদার ফরেস্ট গার্ড কিংকর চন্দ ও তার সঙ্গে এক সহকর্মী।

    দু জনের দুপুর নাগাদ এসে পৌঁছে। বাড়ির আলমারি এবং শোবার খাট সরিয়ে রীতিমতো মাটি খুঁড়ে একে একে উদ্ধার করেন ওই খরিস সাপের বাচ্চাগুলিকে। ইতিমধ্যে তারা চারটি খরিশ সাপের বাচ্চা উদ্ধার করেছেন বলে জানিয়েছেন। তবে এখনও একাধিক থাকার সম্ভাবনা রয়েছে বলেও তারা জানান। সেইমতো ওই ওই ঘরে ও আশেপাশে স্থানে তল্লাশি জারি রেখেছেন তাঁরা। আর এই ঘটনার খবর পেয়ে সাপগুলি দেখতে ভিড় জমান এলাকাবাসীরা। তবে গৃহস্থের শোবার ঘরে একাধিক বিষধর সাপের বাচ্চা বেরোয় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

    গৃহস্থের বাড়ির শোবার ঘরের খাটের নিচ, আলমারি সহ বিভিন্ন স্থান থেকে উদ্ধার হল একাধিক খরিস সাপের বাচ্চা।

    Panchayet vote পঞ্চায়েত ভোটের দাগামা বাজিয়ে দিয়েছে তৃণমূল, সংগঠনকে সাজাতে তৎপর নেতা কর্মীরা।

    MORE NEWS – মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় কলকাতা কর্পোরেশনে সম্বর্ধনা অনুষ্ঠান।

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় কলকাতা কর্পোরেশনে ৭নং নম্বর ওয়ার্ড সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উত্তর কলকাতার ফনিভূষণ যাত্রা মঞ্চে ১৫০ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের এবং ১০ জন তৃণমূল কংগ্রেসের সৈনিক ৫০ বছর রাজনৈতিক জীবনের সিপিআইএম অত্যাচারের বিরুদ্ধে ও সাম্প্রদায়িক বিজেপির বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে লড়াই করেছেন তাদেরকে সম্বর্ধনা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উত্তর কলকাতার সাংসদ ও সভাপতি সুদীপ বন্দোপাধ্যায়, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments