More
    Homeঅনান্যছয়টি গ্রামের প্রায় ছয় হাজার পরিবারকে হাতের নাগালে সুষ্ঠ স্বাস্থ্য পরিষেবা দিতে...

    ছয়টি গ্রামের প্রায় ছয় হাজার পরিবারকে হাতের নাগালে সুষ্ঠ স্বাস্থ্য পরিষেবা দিতে চালু হল উপ-স্বাস্থ্য কেন্দ্রের।

    মালদা:- প্রসূতি কিংবা জরুরী অবস্থা রোগীদের নিয়ে ছুটতে হত পাঁচ কিমি দূরের হাসপাতালে।যার জেরে দীর্ঘ সময়ের পাশাপাশি নাকাল হতেন রোগীরা। ছয়টি গ্রামের প্রায় ছয় হাজার পরিবারকে হাতের নাগালে সুষ্ঠ স্বাস্থ্য পরিষেবা দিতে চালু হল উপ-স্বাস্থ্য কেন্দ্রের। বৃহস্পতিবার ফিতে কেটে সেই উপ-স্বাস্থ্য কেন্দ্রের দ্বারোৎঘাটন করলেন মালদা জেলা ও চাঁচল-১ নং ব্লক স্বাস্থ্য দফতর। চাঁচল-১ নং ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর গ্রামে ফিতে কেটে উপ-স্বাস্থ্য কেন্দ্রটির সূচনা করেন চাঁচল-১ নং ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য্য ও চাঁচল-১ নং ব্লক স্বাস্থ্য আধিকারিক আখতার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁচল সুপার স্পেশাল্যাটি হাসপাতালের নোডাল অফিসার শুভাশিষ বড়ুয়া, চাঁচল-১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি ওবাইদুল্লাহ আহমেদ চৌধুরী এবং চাঁচল-১ নং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সাহাজান আলম সহ প্রমুখরা।

    সেখানে আপাতত অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই চলবে পরিষেবা।তবে পাশেই উপ-স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য স্বেচ্ছায় পাঁচ শতক জমি দান করেছেন ইসলামপুরের হাজী জালালুদ্দিন আহামদ।বিডিও জানান,অনুমোদন মিললে উপ-স্বাস্থ্য কেন্দ্রের পরিধি বৃদ্ধির জন্য ভবন নির্মাণ করা হবে। জরুরি অবস্থায় রোগীদের চিকিৎসার পাশাপাশি ওই কেন্দ্রে করোনার টিকা,পোলিও ও প্রসূতিদের টিকা।এমনটাই জানিয়েছেন ব্লক স্বাস্থ্য দফতর।

    ছয়টি গ্রামের প্রায় ছয় হাজার পরিবারকে হাতের নাগালে সুষ্ঠ স্বাস্থ্য পরিষেবা দিতে চালু হল উপ-স্বাস্থ্য কেন্দ্রের।

    আগামী ২১ জুলাই শহীদ স্মরণে জননেত্রীর ডাকে “ধর্মতলা চলো”র সমর্থনে তৃণমূল কংগ্রেসের ডাকে একটি পথসভা।

    সরকারি প্রকল্পের ফরম ফিলাপের নামে প্রতারণা, যুবককে পুলিশের হাতে তুলে দিলো বিডিও।

    MORE NEWS – রাজ্য সরকারের উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হল বন মহোৎসব।

    রাজ্য সরকারের উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হল বন মহোৎসব। সারা রাজ্যের পাশাপাশি এদিন দুপুরে মালদা শহরের নজরুল সরনি এলাকায় জেলা বন দপ্তরের পক্ষ থেকে সবুজ ঝান্ডা উড়িয়ে একটি ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন, মালদা ডি এফ ও সিদ্ধার্থ বি, অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী, অতিরিক্ত জেলা শাসক মালদা জেলা পরিষদ জামিন ফতেমা জেবা, মালদা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ্ সিতারা খাতুন সহ অন্যান্য আধিকারিকরা। দপ্তর সূত্রে জানা গিয়েছে, ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে গাছ লাগানোর পরিমাণ ১৭.২৭ শতাংশ থেকে বেড়ে ২১.৬১ শতাংশ হয়েছে। অতিরিক্ত জেলাশাসক জানান, এই ট্যাবলো আগামী ৭ দিন ধরে, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments