More
    Homeখবরডায়মন্ড হারবারে বসন্ত উৎসবে মাতলো দক্ষিন ২৪ পরগনা জেলার এক মাত্র মহিলা...

    ডায়মন্ড হারবারে বসন্ত উৎসবে মাতলো দক্ষিন ২৪ পরগনা জেলার এক মাত্র মহিলা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

    Today Kolkata :- করোনার কারণে দু’বছর স্কুল কলেজ বন্ধ থাকাতে স্কুল কলেজের পড়ুয়ারা দোলের আনন্দ থেকে বঞ্চিত ছিল। প্রায় দু’বছর পর বসন্ত উৎসবে মাতলো দক্ষিন ২৪ পরগনা জেলার এক মাত্র ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। প্রসঙ্গত; করোনা আবহাওয়ায় বিগত দু’বছর স্কুল কলেজ বন্ধ থাকাতে স্কুল কলেজের পড়ুয়ারা বসন্ত উৎসবের আনন্দ থেকে বঞ্চিত ছিল। তবে দু’বছর পর স্কুল কলেজ খোলার পর বুধবার ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা মাতলো আবির খেলার রঙে। যদিও ১৭ ই মার্চ বসন্ত উৎসব, আর এই বসন্ত উৎসবের আগে বুধবার ১৬ই মার্চ ডায়মন্ড হারবার মহিলা কলেজের পক্ষ থেকে পালন করা হয় বসন্ত উৎসব। উক্ত অনুষ্ঠানে নৃত্য পরিবেশন, এছাড়াও বসন্তের কবিতা পাঠ করা সহ আরও বিভিন্ন অনুষ্ঠান হয়। সকলে সকলের গালে আবির মাখিয়ে আনন্দের মূহুর্ত ভাগ করে নেয় তারা। ডায়মন্ড হারবারে

    হোলি আসতে এখনো বাকী তবুও মহিলা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা নিজেদের মধ্যে আবিরের রঙে নিজেদের রাঙ্গিয়ে উৎসবের আনন্দ উপভোগ করতে দেখা গেল,ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের মধ্যে। পড়ুয়াদের বক্তব্য এতদিন পর কলেজ খোলার পর যখন বসন্ত উৎসব এলো তারপরেই ছুটি হয়েগেলো কলেজ। তবে খুব ভালো লাগছে অন্যদিকে কলেজ ছুটি হয়ে যাচ্ছে। বন্ধুদের সাথে দেখা হবে না। তার জন্যেই সব বন্ধু মিলে দোল খেলায় মাতলাম। ডায়মন্ড হারবারে

    ডায়মন্ড হারবারে বসন্ত উৎসবে মাতলো দক্ষিন ২৪ পরগনা জেলার এক মাত্র মহিলা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

    MORE NEWS – হিলিতে বিএসএফের হাতে ১ অনুপ্রবেশকারী ও ১ পাচারকারী গ্রেপ্তার।

    হিলি, দক্ষিণ দিনাজপুর:- হিলিতে এক পাচারকারী ও এক অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল কর্তব্যরত বিএসএফ জওয়ানরা।
    ঘটনা দুটি ঘটেছে যথাক্রমে একটি হিলির বালুপারা বিওপি এলাকায় ও অন্যটি উত্তর আগ্রা বিওপি এলাকায়। হিলির এই এলাকা বরাবরই অনুপ্রবেশকারী ও চোরাকারবারীদের স্বর্গরাজ্যে হিসেবে পরিচিত। এদিন উত্তর আগ্রা বিওপির সীমান্তবর্তী এলাকা থেকে সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশী যুবককে গ্রেপ্তার করল উত্তর আগ্রা বিওপির বিএসএফ জওয়ানরা। বিকেলবেলা কর্তব্যরত বিএসএফ সেই যুবককে সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ভারতে প্রবেশ করলে গ্রেপ্তার করে। জানা যায় তার নাম চন্দন টপো। বাবার নাম নিখিল টপো। বয়স 19 বছর। বিএসএফের আধিকারিকরা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments