More
    Homeখবরতিন দিনের ছৌ মুখোশ মেলা শুরু হলো চড়িদা গ্রামে

    তিন দিনের ছৌ মুখোশ মেলা শুরু হলো চড়িদা গ্রামে

    Today Kolkata:-  তিন দিনের ছৌ মুখোশ মেলা শুরু হলো পুরুলিয়া জেলার চড়িদা গ্রামে। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তর ও ইউনেস্কোর তত্ত্বাবধানে বাঘমুন্ডি ব্লকের চড়িদা গ্রামে তিন দিনের ছৌ মুখোশ মেলার আয়োজন হয়েছে। লকডাউনের কারণে বিগত দুই বছর এই মেলা বন্ধ রাখা হয়েছিল। এবারে সাড়ম্বরে ছৌ মুখোশ মেলা তিন দিন অনুষ্ঠিত হচ্ছে। মেলাতে ছৌ মুখোশ ছাড়াও বিশেষ আকর্ষণীয় রয়েছে ছৌ নৃত্য, পাতা নাচ, নাটুয়া নাচ সহ হারিয়ে যাওয়ার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

     

    বৃহস্পতিবার বৃক্ষে জল দিয়ে মেলার শুভ সূচনা করেন পুরুলিয়া জেলা অতিরিক্ত জেলাশাসক( ভূমি ও ভূমি সংস্কার ) রাজেশ রাঠোর। উপস্থিত ছিলেন বাঘমুন্ডি ব্লকের বিডিও দেবরাজ ঘোষ, জিএম-ডিআইসি জয়ন্ত আচার্য্য, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা তাপস মণ্ডল, পিপিএসপি চিফ ইঞ্জিনিয়ার মলয় শঙ্কর মুখোপাধ্যায় প্রমুখ।

     

    মেলার শুভ সূচনার পর এদিন মঞ্চে উপস্থিত অতিথিরা ছৌ মুখোশ এবং এই মুখোশ গ্রাম নিয়ে বিভিন্ন বক্তব্য রাখেন। অতিরিক্ত জেলাশাসক ( ভূমি ও ভূমি সংস্কার ) মেলা শুরু করে চড়িদা ছৌ মুখোশ গ্রাম চড়িদা ও মুখোশ মিউজিয়ম পরিদর্শনে যান। ছৌ মুখোশ গ্রামবাসী ছাড়াও অন্যান্য এলাকা থেকেও মানুষজন মেলাতে ভিড় করেন বলে ছৌ মুখোশ শিল্পীরা জানান।

    আরও পড়ুন – শিক্ষক নিয়োগ দুর্নীতিতে টলি-যোগ ? ইডি-র নজরে টলিউডের আরও পাঁচ অভিনেতা অভিনেত্রী

    উল্লেখ্য, তিন দিনের ছৌ মুখোশ মেলা শুরু হলো পুরুলিয়া জেলার চড়িদা গ্রামে। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তর ও ইউনেস্কোর তত্ত্বাবধানে বাঘমুন্ডি ব্লকের চড়িদা গ্রামে তিন দিনের ছৌ মুখোশ মেলার আয়োজন হয়েছে। লকডাউনের কারণে বিগত দুই বছর এই মেলা বন্ধ রাখা হয়েছিল। এবারে সাড়ম্বরে ছৌ মুখোশ মেলা তিন দিন অনুষ্ঠিত হচ্ছে। মেলাতে ছৌ মুখোশ ছাড়াও বিশেষ আকর্ষণীয় রয়েছে ছৌ নৃত্য, পাতা নাচ, নাটুয়া নাচ সহ হারিয়ে যাওয়ার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

     

    বৃহস্পতিবার বৃক্ষে জল দিয়ে মেলার শুভ সূচনা করেন পুরুলিয়া জেলা অতিরিক্ত জেলাশাসক( ভূমি ও ভূমি সংস্কার ) রাজেশ রাঠোর। উপস্থিত ছিলেন বাঘমুন্ডি ব্লকের বিডিও দেবরাজ ঘোষ, জিএম-ডিআইসি জয়ন্ত আচার্য্য, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা তাপস মণ্ডল, পিপিএসপি চিফ ইঞ্জিনিয়ার মলয় শঙ্কর মুখোপাধ্যায় প্রমুখ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments