More
    Homeচাকরিতেজস যুদ্ধ বিমান তৈরির কারখানায় চাকরির সুযোগ! মাধ্যমিক পাশ করেই পেতে পারেন...

    তেজস যুদ্ধ বিমান তৈরির কারখানায় চাকরির সুযোগ! মাধ্যমিক পাশ করেই পেতে পারেন চাকরি

    হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড (HAL), যারা তেজস যুদ্ধ বিমান তৈরি করে, তারা এবার 200 জন শিক্ষানবিশ নিয়োগ করবে। এই কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে চাকরিপ্রার্থীরা 10 থেকে 12 ধরণের কাজ শিখতে পারবেন। শুধু তাই নয়, প্রশিক্ষণের সময় তারা ভাতাও পাবেন।

    কোন ক্ষেত্রে কতজন শিক্ষানবিশের সুযোগ পাবেন, তা জানতে এই বিজ্ঞপ্তিটি দেখুন: [https://www.indgovtjobs.in/2019/04/HAL-Apprentice-Recruitment.html](https://www.indgovtjobs.in/2019/04/HAL-Apprentice-Recruitment.html)

    যোগ্যতা:

    মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
    সমমান্য কোন বোর্ডের দশম শ্রেণি উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন।

    কিভাবে আবেদন করবেন:

    এবার শিক্ষানবিশদের জন্য কোন লিখিত পরীক্ষা নেওয়া হবে না।
    আগ্রহী প্রার্থীদের 20, 21 এবং 22 মে তারিখে ওয়াক-ইন-ইন্টারভিউ-এর মাধ্যমে নির্বাচিত করা হবে।
    ইন্টারভিউ-এর সময়, প্রার্থীদের অবশ্যই তাদের জীবনবৃত্তান্ত, ছবি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং পরিচয়পত্র সঙ্গে নিয়ে যেতে হবে।
    বিস্তারিত তথ্যের জন্য HAL-এর অফিসিয়াল ওয়েবসাইট দেখুন: [https://www.indgovtjobs.in/2019/04/HAL-Apprentice-Recruitment.html](https://www.indgovtjobs.in/2019/04/HAL-Apprentice-Recruitment.html)

    ইন্টারভিউ:

    ইন্টারভিউ সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
    নির্বাচিত প্রার্থীদের তালিকা ইন্টারভিউয়ের দিনই প্রকাশ করা হবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments