More
    Homeখবরদুয়ারে সরকার শিবিরে ব্যাপক সাড়া মিলল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের লক্ষীর ভান্ডার...

    দুয়ারে সরকার শিবিরে ব্যাপক সাড়া মিলল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের লক্ষীর ভান্ডার প্রকল্পে।

    মালদা:- দুয়ারে সরকার শিবিরে ব্যাপক সাড়া মিলল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের লক্ষীর ভান্ডার প্রকল্পে। শিবিরে অংশগ্রহণ ৯০ শতাংশ মহিলাই লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন জমা করেন। রাজ্য সরকারের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় গয়েশবাড়ি গ্রামপঞ্চায়েতের ব্যবস্থাপনায় সোমবার দুয়ারের সরকার শিবিরের আয়োজন করা হয়েছিল গয়েশবাড়ি লাইব্রেরী মাঠে। জানা যায় এদিন কালিয়াচক এক নম্বর ব্লকের গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাখরপুর, চাষ পাড়া, গয়েশবাড়ি সহ সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন এলাকার গ্রামবাসীরা অংশ নেয় দুয়ারে সরকার শিবিরে। উপস্থিত ছিলেন কালিয়াচক এক নম্বর ব্লকের সুজন কুমার পান্ডে, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কয়েনুর বিবি, সদস্য মোঃ হিফজুর রহমান, কালিয়াচক এক নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি সাফিকুল আলম, অঞ্চল যুব সভাপতি কুরবান শেখ সহ অন্যান্যরা। জানা যায় এদিন দুয়ারে সরকার শিবিরে লক্ষীর ভান্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন প্রকল্পের জন্য আবেদনপত্র জমা করেন গ্রামবাসীরা।

    দুয়ারে সরকার শিবিরে ব্যাপক সাড়া মিলল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের লক্ষীর ভান্ডার প্রকল্পে।

    MORE NEWS – স্বামীকে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠল এক পুলিশ কর্মীর বিরুদ্ধে ।

    Today Kolkata :- স্বামীকে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠল এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। উত্তর 24 পরগনার হাবড়া থানার নিবেদিতা পল্লী বাসিন্দা মৃত স্বামীর নাম অসিত কুমার দাস (৩৫)। অভিযুক্ত পুলিশকর্মী স্ত্রী জতি বিশ্বাস। অভিযোগ, ২০১১ সালে দুজনের বিয়ে হয়। তাদের একটি ছয় বছরের ছেলেও রয়েছে বলে জানান । হাবড়া থেকে এরপর বারাসাতে কর্মসূত্রে স্থানান্তরিত হন জতি বিশ্বাস। তারপর থেকেই নানা বিষয় নিয়ে দুজনের মধ্যে সম্পর্কে মতবিরোধ হতে থাকে। এদিন বারাসাতে স্ত্রীর সাথে দেখা করতে যান অসিত । এরপরই স্ত্রী জতি হাবরার বাড়িতে ফোন করে জানান, স্বামী কিছু একটা খাচ্ছে খেয়েছে তিনি নিজের সেফটির জন্য বারাসাত পুলিশ স্টেশনে যাচ্ছে । এরপর হাবরা স্টেশনে ট্রেন থেকে অসিত নামলেই তাকে তার এক প্রতিবেশীর দেখতে পায় অসিত বমি করছে দ্রুত তাকে হাবরা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, কিছুক্ষণের মধ্যেই মারা যান অসিত কুমার দাস। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয় প্রতিবেশীরা। অবিলম্বে অভিযুক্ত স্ত্রীর কঠোর সাজা দাবি জানিয়েছেন তারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments