More
    Homeঅনান্যনটী বিনোদিনী আর্ট গেলারিতে অ্যাস্থেটিক আর্ট ইন্টারন্যাশনাল-এর তৃতীয় বর্ষ আর্ট এক্সিবিশন-২০২২।

    নটী বিনোদিনী আর্ট গেলারিতে অ্যাস্থেটিক আর্ট ইন্টারন্যাশনাল-এর তৃতীয় বর্ষ আর্ট এক্সিবিশন-২০২২।

    নিজস্ব সংবাদদাতা কলকাতা:- এক ঝাঁক নক্ষত্র খচিত চিত্রশিল্পী নিয়ে আজ উত্তর কলকাতা হাতিবাগান নটী বিনোদিনী আর্ট গেলারিতে অ্যাস্থেটিক আর্ট ইন্টারন্যাশনাল-এর তৃতীয় বর্ষ আর্ট এক্সিবিশন-২০২২-এর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী ও কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র, বিশেষ অতিথি বিখ্যাত তালবাদ্য শিল্পী, সুরকার পন্ডিত মল্লার ঘোষ, বিশিষ্ট বাচিক শিল্পী, অভিনেত্রী মল্লিকা ঘোষ, বাংলা চলচ্চিত্র পরিচালক পলাশ বৈরাগী, অ্যাস্থেটিক আর্ট ইন্টারন্যাশনাল এর কর্ণধার, বিশিষ্ট চিত্রশিল্পী গৌতম দাস, বিশিষ্ট সাংবাদিক ও আইনজীবী সমীর দাস এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত এক ঝাঁক নতুন তরুন- তরুণী চিত্রশিল্পী ও অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্।

    নটী বিনোদিনী আর্ট গেলারিতে অ্যাস্থেটিক আর্ট ইন্টারন্যাশনাল-এর তৃতীয় বর্ষ আর্ট এক্সিবিশন-২০২২।

    Shantipur Natunhat রাতের অন্ধকারে এক যুবককে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ।

    MORE NEWS – স্কুলের একোয়াগার্ডের থেকে বিদ্যুৎ পৃষ্ট এক খুদে পড়ুয়া।

    স্কুলের একোয়াগার্ডের থেকে বিদ্যুৎ পৃষ্ট হল এক নয় বছরের পড়ুয়া। বাঁকড়া ফকির পাড়ার বাসিন্দা আফরিন পারভীন (৯)। চঞ্চল্যকোর এই ঘটনাটি ঘটে বাঁকড়ার মিশ্র প্রাথমিক বিদ্যালয়ে। আজকে সকালে স্কুল গিয়ে জল খেতে যায় ওই স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী আফরিন । সেই সময়ে একোয়াগার্ডে বিদ্যুৎ পিষ্ট হয়েছে সে। ওই জলের মেশিনে সমস্যা থাকার কারণে তা বন্ধ করে রাখা হয়েছিল। কোনো পড়ুয়া সেটা আবার চালু করে দেয়। না জেনেই ওই মেশিন ছুঁতেই এই ঘটনাটি ঘটে। তাকে তড়িঘড়ি হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে বলেই স্কুল সূত্রের খবর। CONTINUE READING

    MORE NEWS – কাঁচরাপাড়া আমবাগান স্টেশন রোডের রেলের বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে বিক্ষোভ সাধারণ মানুষের।

    আজ কাঁচাপাড়া আমবাগান স্টেশন (Ambagan station) রোড চার নম্বর ওয়ার্ডে রেলের বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষেরা। তাদের দাবি দীর্ঘ ৫০ বছর ধরে বসবাস করছি এই সময় বার করে দিলে আমরা যাব কোথায় আমাদের রাস্তায় দাঁড়াতে হবে।রেল আমাদের বিকল্প কোন জায়গা দেখে দিক আমরা সরে যাব দাবি সাধারণ মানুষের। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় চার নম্বর ওয়ার্ডের সমাজসেবী তৃণমূল কংগ্রেসের নেতা রামা শংকর গিরি দীর্ঘক্ষণ রেল পুলিশের সাথে কথা বলে অবশেষে ব্যর্থ হয়ে ফিরে যায় রেল পুলিশ। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments