More
    Homeখবরনদীয়ায় দলীয় প্রার্থির প্রচারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

    নদীয়ায় দলীয় প্রার্থির প্রচারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

    TodayKolkata :- আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। আগামী ২৭তারিখ রাজ্যের ১০৮টি পুরসভার ভোট। তাই জেলায় জেলায় জোর কদমে প্রচারের ঝাপিয়ে পড়েছে, শাসক থেকে বিরোধী সমস্ত রাজনৈতিক দল। এদিন নদীয়ার মন্দির নগরী নবদ্বীপ ধামে দলীয় প্রার্থির প্রচারে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন শহরে স্টেশন সংগ্লগ্ন দলিয় পার্টি অফিস থেকে ” পদ সঞ্চালন যাত্রা ” র মাধ্যমে পদ যাত্রা র আয়োজন করে বিজেপি। পরে তা শহরের প্রাচীন মায়াপুর বাস স্ট্যান্ডে শেষ হয়ে।এদিনের পদযাত্রায় সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন শহরের ২৪টি ওয়ার্ডের বিজেপি প্রার্থী, সহ দলের একাধিক পদাধিকারী ও কর্মি সমর্থক। পদযাত্রা শেষে জন্মস্থান আস্রমেও দর্শন করেন। সাংবাদিক দের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন রাজ্যের হয়ে যাওয়া পুর নিগম গুলোর ভোটে সন্ত্রাসের বাতাবরণে ভোট হয়েছিল। পাশাপাশি তিনি নবদ্বীপ পুরসভা সহ বাকী পুর সভা গুলোতেও বিজেপির ফল ভাল হবে, বলেও জানান।নদীয়ায়

    নদীয়ায় দলীয় প্রার্থির প্রচারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

    MORE NEWS -বিজেপি প্রার্থী বিল্টু দাস এর সমর্থনে বৃহস্পতিবার এলেন অশোক দিন্দা

    বারাসাত 17 নম্বর ওয়ার্ড কালিকাপুর এলাকায় বিজেপি প্রার্থী বিল্টু দাস এর সমর্থনে বৃহস্পতিবার এলেন অশোক দিন্দা। বিল্টু দাস কে সাথে নিয়েই নির্বাচনী প্রচার সারলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা, বারাসত কালিকাপুর এলাকায় ১৭ নং ওয়ার্ডের মানুষের সাথে জনসংযোগ বাড়ানোর পাশাপাশি বিজেপি প্রার্থী একবার সুযোগ দেওয়ার আবেদন জানান অশোক দিন্দা। বৃহস্পতিবার প্রথমে বিজেপি বিধায়ক অশোক দিন্দা পৌরসভা নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে বারাসাত টাকি রোড সংলগ্ন যুব গোষ্ঠী ক্লাব সম্মুখে ১৭ নম্বর ওয়ার্ড এ উপস্থিত হয়।এরপর তার কর্মসূচি রয়েছে ১৯,২০,২,১৩ ও ১৪ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার করবেন। CONTINUE READING

    MORE NEWS -নৈহাটি শিবদাসপুর এ তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ অল্পের জন্য প্রাণে বাঁচল তৃণমূল নেতা

    রাত্রি দশটা নাগাদ নৈহাটি বিধানসভার অন্তর্গত তৃণমূল ব্লগ 1 নেতা রানা দাশগুপ্ত গাড়ি লক্ষ করে নৈহাটি শিবদাস পুর গ্রাম পঞ্চায়েত পেপার মিলের সামনে দুষ্কৃতীরা গাড়ি লক্ষ করে গুলি চালায় ও বোমা ছোড়ে অভিযোগ করে তৃণমূল নেতা। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি । গুলি লক্ষভ্রষ্ট হয়ে গাড়ির কাচ ফুটো হয়ে বেরিয়ে যায় এবং বোমাটি । এরপরই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বীজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক জয়প্রকাশ পান্ডে এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার তুষার কান্তি পাঠক।CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments