More
    Homeঅনান্যনির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার কার্ডের দাবি।

    নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার কার্ডের দাবি।

    Today Kolkata:- সালটা ১৯৯৩। সেই সময়ে তৎকালীন যুব কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার কার্ডের দাবি তোলেন তিনি। সেই দাবি নিয়ে তৎকালীন রাজ্যের বাম সরকারের মূল সচিবালয় মহাকরণ অভিযানের ডাক দেওয়া হয় কংগ্রেসের তরফে। ২১শে জুলাইয়ের দিনটিতে এই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সামিল হন যুব কংগ্রেস কর্মীরা। কিন্তু তৃণমূলের অভিযোগ, সেই সময়ে গুলি চালানো হয় তাঁদের মিছিলে। তাতে মৃত্যু হয় ১৩ জনের। তারপর থেকে শহীদ দিবস হিসেবে পালিত হচ্ছে দিনটি। ধর্মতলায় প্রকাশ্য জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

    তবে একুশে জুলাই এর আগেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ শুক্রবার ওই ১৩ জন শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাতনা ব্লকের সরবেড়িয়াতে জেলা তৃণমূল কিষাণ খেদমজুর সেলের উদ্যোগে ওই ১৩ জন শহীদের নামকরণ অনুযায়ী 13 টি মেহগনি গাছ লাগান জেলা তৃণমূল কিষান খেতমজুর সেলের সাধারণ সম্পাদক শংকর চক্রবর্তী। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও জেলা তৃণমূল সহ-সভাপতি স্বপন মন্ডল, ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তনু কুন্ড, স্পোটস্ সেলের সভাপতি বিধান দত্ত সহ অঞ্চল প্রধান, বুথ সভাপতি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা।

    নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার কার্ডের দাবি।

    Tatalpur Gram রাস্তার ধার থেকে এক বৃদ্ধের রক্তাক্ত অবস্থায় ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

    MORE NEWS – ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আর্থিক অনুমোদন পাওয়া গেছে।

    বহু প্রত্যাশিত ঘাটাল মাস্টার প্ল্যানের (Ghatal Master Plan )জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আর্থিক অনুমোদন পাওয়া গেছে। এই প্রকল্প রূপায়নের জন্য ‘ফ্লাড ম্যানেজমেন্ট এন্ড বর্ডার এরিয়া প্রোগ্রাম’-এর অধীনে টাকা দেওয়া হবে বলে জানা গেছে। কেন্দ্র ও রাজ্যের যৌথ অংশীদারিত্ত্বে, প্রায় দেড় হাজার কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্প রূপায়নে ব্যায় ধার্য হয়েছে। এই প্রকল্পের অধীনে চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর সহ পার্শ্ববর্তী এলাকায় থাকা কংসাবতী এবং শিলাবতী নদী সহ অন্যান্য নদী এবং খালের নাব্যতা বাড়াতে নিয়মিত সংস্কার, স্থায়ী বাঁধ নির্মাণ, লকগেট বসানোর পরিকল্পনা রয়েছে। ফলে প্রতি বছর বর্ষার সময়ে বণ্যার কবল থেকে রক্ষা পাবে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকার। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments