More
    Homeরাজ্যপর্দা ফাঁস কালোবাজারির! কিভাবে রেশনের আটা পাচার হতো নদীয়ায়? জানা গেল আসল...

    পর্দা ফাঁস কালোবাজারির! কিভাবে রেশনের আটা পাচার হতো নদীয়ায়? জানা গেল আসল তথ্য

    ইডি রেশন দুর্নীতি কান্ডে কোমর বেঁধে নেমেছে। আগেই গ্রেফতার হয়েছে ব্যবসায়ী বাকিবুর রহমান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে প্রাক্তন খাদ্য মন্ত্রী তথা বর্তমান প্রনামন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এর মতন হেবি ওয়েট নেতাও রয়েছেন। ঠিক এরই মাঝে সরকারি আটা বাজারের পর্দা ফাঁস হল। নদীয়ার বীরনগর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের চড়কপাড়া এলাকায় ব্যাপক শোরগোল পড়েছে।

    এই ঘটনার সঙ্গে পুলিশ থেকে ভিডিও সকলেরই যোগ রয়েছে বলে এমনই অভিযোগ করছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। পেশায় ব্যবসায়ী অভিযুক্ত প্রশান্ত পাল। স্থানীয় সূত্রে দাবি তার বাড়ির এলাকায় প্রশান্ত অসাধু কাজ করছেন। ওখানেই আটা বস্তায় ঢেলে পাচার করে দেওয়া হচ্ছে। এই জায়গায় রেশনের আটার প্যাকেটে দেওয়া হচ্ছে নিম্নমানের আটা। এমনকি সেখানে পশু খাদ্য ব্যবহার করা হচ্ছে।

    রেশনের আটা পাচার চলছিল শনিবার ভোর বেলায়। স্থানীয়রা সেই সময় ঘটনাস্থলে যান। স্থানীয়রা পাচারে সেই সময় বাধা দেন। রেশন কর্মীদের নিয়ে তখন তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছায় যদিও বিজেপি সংসদ জগন্নাথ সরকার মনে করছে এই ঘটনায় পুলিশ থেকে বিডিও সকলেই যুক্ত রয়েছেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments