More
    Homeঅনান্যপাণ্ডবেশ্বর কেন্দ্রা ছাতা ধাওরা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২।

    পাণ্ডবেশ্বর কেন্দ্রা ছাতা ধাওরা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২।

    Today Kolkata:- বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে পাণ্ডবেশ্বর কেন্দ্রা ছাতা ধাওরা এলাকা থেকে একটি দেশী পাইপগান ও ১ রাউন্ড কার্তুজসহ ২ জনকে গ্রেফতার করে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। পাণ্ডবেশ্বর থানার আধিকারিক ও পুলিশের অভিযানে গ্রেফতার করা হয় এই দুজনকে। ধৃতদের বাড়ী কেন্দ্রা ছাতা ধাওড়া এলাকায়। ধৃত দুজনের নাম ধীরাজ রামানি (১৯), সন্দীপ ভুঁইয়া (১৯)। ধৃতদের আজ দুর্গাপুর মহকুমা আদালতের তোলা হবে। ধৃতদের সাত দিনের নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।

    পাণ্ডবেশ্বর কেন্দ্রা ছাতা ধাওরা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২।

    MORE NEWS – মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্য জুড়ে শুরু হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ।

    মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্য জুড়ে শুরু হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ ও সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস অধ্যয়ন কেন্দ্রের উদ্বোধন। ভার্চুয়াল মাধ্যমে জেলায় জেলায় উদ্বোধন হয় এই প্রকল্পের। এদিন মালদহ কলেজে কনফারেন্সে হলে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণের আসর বসে।উপস্থিত ছিলেন মালদহ জেলা শাসক নিতীন সিঙ্ঘানিয়া,অতিরিক্ত জেলাশাসক (সাধারণ)বৈভব চৌধুরী, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তি ছেত্রী,মালদহ কলেজ অধ্যক্ষ মানস কুমার বৈদ্য, CONTINUE READING

    MORE NEWS – বন্ধুরা মিলে গঙ্গায় স্নান করতে গিয়ে মৃত্যু হল এক যুবকের।

    আজ দুপুরে চার বন্ধু মিলে কামারহাটি পিটুলি ঘাটে গঙ্গায় স্নান করতে নামে চার বন্ধু হঠাৎ করেই একজন যুবক ডুবে যায়। তাকে বাঁচাতে আরেকজন গঙ্গায় ঝাঁপ দেয় সেও গঙ্গার জলে ডুবে যায়। সেই সময় স্থানীয় কিছু যুবক ঝাপ দেওয়া যুবক মোহাম্মদ নিহাস কে উদ্ধার করে,তবে গঙ্গায় তলিয়ে যাওয়া মোঃ সুহান কে আর উদ্ধার করা যায়নি।পরবর্তীতে সুহানের বাবা কামারহাটি থানায় ঘটনাটি জানানোর পর, কামারহাটি থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এসে গঙ্গায় খোঁজার পর তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার করে। CONTINUE READING

    MORE NEWS – সাম্প্রদায়িক তাস খেলে বিজেপি বাংলায় বিভাজন সৃষ্টি করছে।

    সাম্প্রদায়িক তাস খেলে বিজেপি বাংলায় বিভাজন সৃষ্টি করছে। ওরা গণতন্ত্রকে ধ্বংস করছে। নারীকেও সম্মান দিতে জানে না ওরা। বৃহস্পতিবার মালদায় এক সাংবাদিক বৈঠকে বিজেপির বিরুদ্ধে এভাবেই কড়া সমালোচনা করেন রাজ্যের পরিবহন এবং পুরো ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন মালদা প্রেস কর্ণারে এসে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য মূলক সাক্ষাত করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments