More
    Homeখবরবনধ সফল করতে গিয়ে মাথা ফাটল বিজেপি কর্মীর।

    বনধ সফল করতে গিয়ে মাথা ফাটল বিজেপি কর্মীর।

    মালদা, ২৮ ফেব্রুয়ারি :- পুরভোটে তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধ সফল করতে গিয়ে মাথা ফাটল এক বিজেপি কর্মীর। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার গাজোলের বিদ্রোহী মোড়ে। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। সোমবার বনধ সফল করতে মালদার গাজোলে বিধায়ক চিন্ময় বর্ম্মনের নেতৃত্বে রাস্তায় নামেন বিজেপি কর্মী সমর্থকেরা। কদুবাড়ি মোড়, বিদ্রোহী মোড় ও বামনগোলা মোড়ে পথ অবরোধ শুরু হয় সকাল থেকেই। অন্যদিকে বনধের বিরোধিতায় পাল্টা রাস্তায় নামে তৃণমূল ছাত্র ও যুব কর্মীরা। বিদ্রোহী মোড়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। অভিযোগ সেই সময় সংঘর্ষে মাথা ফাটে বিজেপি যুব নেতা মনোতোষ সরকারের। আহত হন আরেক যুব নেতা শুভ চৌধুরীও। বিজেপির অভিযোগ, তৃণমূলের কর্মীদের মারে মাথা ফাটে বিজেপি যুব নেতার। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

    বনধ সফল করতে গিয়ে মাথা ফাটল বিজেপি কর্মীর।

    MORE NEWS –  এক গোডাউন থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। 

    মালদাঃ- বাড়ির নিকটে এক গোডাউন থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়ি পড়ে মালদা জেলার চাঁচলের খেলেনপুর এলাকায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত যুবকের নাম মহম্মদ রিজুওয়ান (২২)। বাড়ি চাঁচলের খেলেনপুর এলাকায়। মৃত ওই যুবক স্থানীয় একটি স্টিলের কারখানায় কাজ করতেন। অন্যান্য দিনের মতো গতকাল সে কাজে বের হয়। সেদিন দুপুর পর্যন্ত খেলেনপুর হাটের কাছে একটি কারখানায় তিনি কাজ করেছেন। বিকেলে কারখানার ভেতর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্থানীয়রা তড়িঘড়ি করে তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এলাকায় ভালো ছেলে নামে পরিচিত ছিল রেজুয়ান এমনটাই জানাচ্ছেন পরিবার এবং প্রতিবেশিরা। তবে এটি খুন না আত্মহত্যা তা তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।

    সকাল সকাল সদ্যজাত শিশু কন্যা উদ্ধার হয় চাঞ্চল্য ছড়িয়েছে ভালুকা এলাকাজুড়ে।

    একই রাতে আটটি টিউবওয়েল চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকায়

    বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বাঁকুড়া লোকসভার সাংসদ সুভাষ সরকার।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments