More
    Homeআন্তর্জাতিকবাংলাদেশে অনুষ্ঠিত হল গরুর র‍্যাম্প শো! হল রেকর্ড সংখ্যক ভিড়

    বাংলাদেশে অনুষ্ঠিত হল গরুর র‍্যাম্প শো! হল রেকর্ড সংখ্যক ভিড়

    বাংলাদেশে গরু মেলা মানেই বিশাল ভিড়। আর এবার বগুড়ায় অনুষ্ঠিত এক গরু মেলায় গরুর র‍্যাম্প শো দেখার জন্য ভিড় উপচে পড়লো। গতকাল শুক্রবার বিকেলে বগুড়ার টিএমএসএস বিনোদন পার্কে বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন (BDFA) আয়োজিত ‘বিডিএফএ উত্তরবঙ্গ গরু মেলা’ উপলক্ষে এই র‍্যাম্প শো অনুষ্ঠিত হয়।

    র‍্যাম্প শোয়ে বগুড়া ভান্ডার অ্যাগ্রো ফার্মের ১ হাজার ১০০ কেজির হলস্টাইন ফ্রিজিয়ান প্রজাতির গরু ‘ফিডো’, ৮০০ কেজি ওজনের শাহিওয়াল প্রজাতির গরু ‘টাইগার’এবং ৭৫০ কেজি ওজনের দুটি শাহিওয়াল গরু ‘টম’ ও ‘জেরি’ ছাড়াও বেশ কিছু সুদর্শন বড় আকৃতির গরু অংশগ্রহণ করে।

    র‍্যাম্প শোয়ের প্রধান আকর্ষণ ছিল ‘ফিডো’ নামের গরুটি। এটি একটি হলস্টাইন ফ্রিজিয়ান প্রজাতির গরু। এই প্রজাতির গরুগুলোর দুধের উৎপাদন বেশি হয়। ‘ফিডো’র দুধের উৎপাদন প্রতিদিন ১২ লিটারেরও বেশি।

    র‍্যাম্প শোয়ের জন্য খামারিরা তাদের গরুগুলোকে বেশ কয়েক মাস ধরে বিশেষ যত্ন নিয়েছিলেন। গরুগুলোকে নিয়মিত মালিশ করা হতো, সুষম খাবার খাওয়ানো হতো এবং ব্যায়াম করানো হতো।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments