More
    Homeরাজনৈতিক'বিজেপির সৈনিক হিসাবেই আমার লড়াই জারি থাকবে।', জল্পনা উড়িয়ে ট্যুইট মুকুলের

    ‘বিজেপির সৈনিক হিসাবেই আমার লড়াই জারি থাকবে।’, জল্পনা উড়িয়ে ট্যুইট মুকুলের

    শুক্রবারই বিধানসভায় বিধায়ক হিসাবে শপথগ্রহণ করেছিলেন। সাক্ষাৎ করেছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্র বক্সীর সঙ্গে। বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের সঙ্গেও কথা বলেছিলেন। এত কাণ্ডের পর যখন সাংবাদিকরা তৃণমূলে ফেরার জল্পনা উসকে দিয়েছিলেন, মুকুল রায়ের জবাব ছিল, ‘যা বলার পরে বলব’।

    তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নিজের অবস্থান জানিয়ে দিলেন ট্যুইট করে। লেখেন, ‘বিজেপির সৈনিক হিসাবেই আমার লড়াই জারি থাকবে।’

    এবার কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়েছেন মুকুল রায়৷ অভিজ্ঞতার নিরিখে বিরোধী দলনেতা হওয়ার অন্যতমও দাবিদারও তিনি৷ কিন্তু বিজেপি-র হতাশাজনক ফলের পর শুক্রবার তাঁর নিষ্পৃহ মনোভাব থেকেই জল্পনার সূত্রপাত হয়৷ বিধানসভায় শপথ নিতে এসে তৃণমূল নেতা সুব্রত বক্সির সঙ্গেও কথা বলেন মুকুল৷ সবমিলিয়ে ফের তাঁর সঙ্গে শাসক দলের ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে কি না, তা নিয়েই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়ে যায়৷ তবে এমন আলোচনা এর আগেও অবশ্য হয়েছে৷ তবে মুকুল রায় নিজেই ট্যুইট করে সব জল্পনার অবসান ঘটালেন৷

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments