More
    Homeঅনান্যবিশ্ব পরিবেশ দিবস সচেতনতা উপলক্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ করল মান্দারমনি উপকূল থানার...

    বিশ্ব পরিবেশ দিবস সচেতনতা উপলক্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ করল মান্দারমনি উপকূল থানার পুলিশ।

    নিজস্ব প্রতিনিধি:- আগামীকাল 5 ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এদিকে আবার শনিবার ও রবিবার সৈকত নগরী পর্যটন এলাকায় এমনিতেই পর্যটক আনাগোনা পরিপূর্ণ থাকে। বিশ্ব পরিবেশ দিবস সচেতনতা উপলক্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ করল মান্দারমনি উপকূল থানার পুলিশ। গত কয়েকদিন ধরে মন্দারমনি সৈকত প্লাস্টিক বর্জনে পর্যটকদের সচেতন করা হচ্ছে। পাশাপাশি মান্দারমনি কোস্টাল থানার ওসি অনুষ্কা মাইতি সহ পুলিশ কর্মীরা নিজে হাতে প্লাস্টিক পরিষ্কার করছেন। ওসি কর্মকাণ্ডে খুশি বেড়াতে আসা পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা। বিগত কয়েকদিন ধরে মান্দারমনি একাধিক বীজে যত্রতত্র প্লাস্টিক তুলে পরিষ্কার করছেন পুলিশ কর্মীরা। সৈকত নগরী ঝাঁ-চকচকে।

    বেড়াতে এসে কার্যত খুশি শুধু কলকাতা নয় ভিন রাজ্যের পর্যটকরা। ঝারখণ্ড থেকে বেড়াতে আসা এক পর্যটক রিনা গুপ্তা বলেন শুধু পরিবেশ দিবস কে উপেক্ষা করে সৈকত নগরী পরিষ্কার করলে চলবে না। সব সময় যাতে পরিষ্কার রাখা হয় তার জন্য পুলিশ প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। এই উদ্যোগকে সাধুবাদ জানাই কোস্টাল থানার পুলিশকে। মান্দারমনি বেড়াতে এসে খুবই ভালো লাগলো কারন পুরোটাই ঝাঁ-চকচকে। মান্দারমনি কোস্টাল থানার ওসি অনুষ্কা মাইতি বলেন শুধু পরিবেশ দিবস উপলক্ষে নয়, সারা বছরই পরিবেশবান্ধব কোন কথা মাথায় রেখে সৈকত সমস্ত এলাকা প্লাস্টিক মুক্ত করে রাখি। পর্যটকদের সচেতন করি। প্রত্যেকদিন সকালে উঠে সৈকত নগরী পরিষ্কার রাখার ব্যবস্থা করি।

    বিশ্ব পরিবেশ দিবস সচেতনতা উপলক্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ করল মান্দারমনি উপকূল থানার পুলিশ।

    MORE NEWS – বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচি এবং সচেতনতা মূলক বার্তা দিয়ে প্রচার।

    আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) তার আগের দিন থেকেই বৃক্ষ রোপন কর্মসূচি এবং সচেতনতা মূলক বার্তা দিয়ে প্রচারে আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার সদস্যরা। শনিবার আলিপুরদুয়ার শহরের বিভিন্ন জায়গায় তাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। প্ল্যাকার্ড হাতে দেখা যায় আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর এবং ভাইস চেয়ারম্যান মাম্পি অধিকারী কেও। এছাড়া উপস্থিত ছিলেন 6 নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর গার্গী তালুকদার এবং অন্যান্যরা। প্ল্যাকার্ড হাতে সচেতনতামূলক প্রচারের পাশাপাশি বৃক্ষ রোপন করেন চেয়ারম্যান প্রসেনজিৎ বাবু, বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। বৃক্ষরোপনের বার্তার পাশাপাশি সাধারণ মানুষকে বিভিন্নভাবে সচেতনতা মূলক বার্তা দেওয়া হয়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments