More
    HomeUncategorizedমন্ত্রীর নির্দেশ মতোই মালদায় তৈরি হচ্ছে অ্যান্টি ইভটিজার স্কোয়াড টিম।

    মন্ত্রীর নির্দেশ মতোই মালদায় তৈরি হচ্ছে অ্যান্টি ইভটিজার স্কোয়াড টিম।

    মন্ত্রীর নির্দেশ মতোই মালদায় তৈরি হচ্ছে অ্যান্টি ইভটিজার স্কোয়াড টিম।

    গত কয়েকদিন আগে মালদায় প্রশাসনিক বৈঠকে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা জেলা পুলিশকে নির্দেশ দিয়েছিলেন অ্যান্টি ইভটিজার স্কোয়াড তৈরি করতে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে মালদা জেলা পুলিশ ইভটিজারদের কাবু করতে মালদায় এই প্রথম তৈরি হচ্ছে অ্যান্টি ইভটিজার স্কোয়াড টিম। যেখানে মোট পুলিশের জলপাইকালারের পোশাকধারী কুড়ি জন মহিলা কর্মী পুরাতন মালদা এবং ইংরেজবাজার শহরের তদারকি করবেন। ইভটিজারদের ধরতে কোনরকম রেয়াত করা হবে না বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। আন্টি ইভটিজার টিমের মোটর বাইক বাহিনীতে দুইজন করে মহিলা পুলিশ কর্মী থাকবেন। এছাড়াও থাকবে একটি অ্যাপ এই অ্যাপের বোতামে ক্লিক করলেই 5 থেকে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবে পুলিশ। যাদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে জেলা পুলিশের পক্ষ থেকে। এর সঙ্গে ওই টিমের অভিযোগ জানানোর জন্য একটি মোবাইল নম্বরও দেওয়া থাকবে। মোটরবাইকের পাশাপাশি অ্যান্টি ইভটিজিং স্কোয়াড টিমের একজন অফিসার ইনচার্জ করা হবে মহিলা পুলিশ অফিসারকে এমনটাই জানিয়েছেন মালদার সদ্য দায়িত্বপ্রাপ্ত নতুন পুলিশ সুপার অমিতাভ মাইতি।

    Read more:-জেল থেকে মুক্তি পেয়েও জেলে ফিরতে আদালতের দ্বারস্থ এক ব্যক্তি

    মালদায় এই প্রথম অ্যান্টি ইভটিজিং স্কোয়াড টিমের মহিলা বাহিনীর দল তৈরি হতে চলেছে। প্রাথমিক পর্যায়ে ইংরেজবাজার এবং পুরাতন মালদা এই দুটি শহরেই অ্যান্টি ইভটিজিং স্কোয়াড টিমের মহিলা বাহিনী মোটর বাইক নিয়ে তদারকি চালাবে। স্কুল-কলেজ  , অফিস টাইম ছাড়াও অন্যান্য সময়েও পাড়ার অলিগলিতে এই পুলিশের টিম  পৃথক পৃথকভাবে তদারকি চালাবে। এই পুলিশের মহিলা টিমের বিশেষ পোশাক থাকবে । এছাড়াও ওয়ারলেসের  মাধ্যমে টিমের কুড়ি জন মহিলা সদস্য অভিযান চালানোর সময় কে কোথায় আছে তারও গতানুগতিক খোঁজখবর রাখা হবে। কোনরকম ইভটিজিং-এর ক্ষেত্রে বা মহিলাদের রাস্তাঘাটে উত্ত্যক্ত করার ক্ষেত্রে সরাসরি পুলিশের ওই মহিলা দলকে অভিযোগ জানাতে পারবে। এক্ষেত্রে অ্যান্টি ইভটিজিং স্কোয়াড টিমের মোটরবাইকে অভিযোগ জানানোর একটি বিশেষ মোবাইল নম্বর দেওয়া থাকবে। রাস্তায় দাঁড়িয়ে থেকে মহিলা পুলিশের বিশেষ দলকে যেকোনো ইভটিজিং-এর ক্ষেত্রে স্বীকার হওয়া ছাত্রী, যুবতী অথবা মহিলা মৌখিক অভিযোগ জানাতে পারবেন। পুলিশের এহেন উদ্যোগ দেখে অনেকটা স্বস্তিতে  পুরাতন মালদা এবং ইংরেজবাজারের সাধারণ মানুষ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments