More
    Homeরাজ্যমাস্ক না পরে বাজারে এলে কড়া ব্যবস্থা, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

    মাস্ক না পরে বাজারে এলে কড়া ব্যবস্থা, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

    সংক্রমণ বাড়ছে। আর তাই সোমবার থেকেই রাজ্যে কড়া বিধিনিষেধ জারি হয়েছে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ফেরেনি। রাস্তাঘাটে, বাজারে এখনও অনেককেই মাস্কহীন অবস্থায় দেখা যাচ্ছে। আর তাই মাস্ক নিয়ে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

    মাস্ক না পরে বাজারে এলে কড়া ব্যবস্থা, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

    Read More-লখিমপুর কাণ্ডে ৫ হাজার পাতার চার্জশিট জমা দিল পুলিশ, মূল অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র আশিস মিশ্র

    চেতলার একটি স্কুলে সোমবার ১৫-১৮ বয়সিদের টিকাকরণ কর্মসূচির সূচনা করে ফিরহাদ বলেন, ‘‌বাজারে নিয়মিত মাইকিং চলছে। নো মাস্ক নো সেল। কোনও বিক্রেতা বা ক্রেতা মাস্ক না পরলে তাঁর স্টল তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।’‌ এরপরই তিনি বলেছেন, ‘‌ট্রেন বা বাস কমানো হয়নি। ১০০% ফ্লিট ইউজ করা হচ্ছে। রাত ১০টার মধ্যে যাতে লকডাউন করা যায়, তাই এই সিদ্ধান্ত। কনটেনমেন্ট জোন জানিয়ে দেওয়া হবে আজকেই। কনটেনমেন্ট জোনের পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করে বাড়ানো বা কমানো হবে।’‌ ১৫-১৮ বয়সিদের টিকাকরণ প্রসঙ্গে ফিরহাদ বলেছেন, ‘‌কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে কাজ চলছে। প্রায় দেড় লক্ষ এ রকম এজ গ্রুপের ছাত্রছাত্রী আছে। যে যে স্কুল অফার করবে পরিকাঠামোগতভাবে প্রস্তুত হয়ে, সেখানে সেখানে আমরা ভ্যাকসিনেশন সেন্টার করব।’‌ মেয়র বলছেন, ‘‌এবারের ক্ষেত্রে দিন পাঁচেকের মধ্যে ঠিক হয়ে যাচ্ছেন আক্রান্তরা। কিন্তু কোনটা ডেল্টা স্ট্রেন কোনটা কী বোঝা যাচ্ছে না। পরিকাঠামোর দিকে থেকে আরও উন্নত সেফ হোম করার ব্যাপারে কথাবার্তা চলছে।’‌ এদিন রাজ্য সরকারের বিধিনিষেধ আরোপ নিয়ে ফের একবার কটাক্ষ করেছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। যার পাল্টা দিয়েছেন ফিরহাদ হাকিম।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments