More
    Homeবিনোদনমেট গালায় আলিয়ার ঝলমলে উপস্থিতি: পোশাক তৈরিতে খরচ হয়েছে কত জানেন?

    মেট গালায় আলিয়ার ঝলমলে উপস্থিতি: পোশাক তৈরিতে খরচ হয়েছে কত জানেন?

    মে মাসের প্রথম সোমবার, নিউ ইয়র্কের ‘মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট’-এ আয়োজিত হয়েছিল ‘মেট গালা’। হলিউড ও বলিউডের তারকাখ্যাতিমান অভিনেতাদের উপস্থিতিতে ঝলমলে হয়ে উঠেছিল এই সমারোহ।

    দ্বিতীয় বার এই অনুষ্ঠানে অংশ নিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট। ‘দ্য গার্ডেন অফ টাইম’ থিমের উপর ভিত্তি করে পোশাক পরিধান করেছিলেন সকলে। আলিয়ার পোশাক ছিল সব্যসাচী মুখোপাধ্যায় নকশাকৃত একটি প্যাস্টেল সবুজ রঙের নেটের শাড়ি।

    হাতে তৈরি এই শাড়িটিতে সাদা ও গোলাপি ফুলের কারুকার্য ছিল। পুরোটাই তৈরি সিল্ক ফ্লস, পুঁতির টাসেল ও গ্লাস বিড দিয়ে। ২৩ ফুট লম্বা এই শাড়ির আঁচলেও ছিল চোখ ধাঁধানো এমব্রয়ডারি।

    প্রায় ১৯৫৬ ঘণ্টা সময় লেগেছিল এই শাড়ি তৈরি করতে।
    মেট গালা বিশ্বের অন্যতম নামী ফ্যাশন ইভেন্ট। এখানে অংশগ্রহণের জন্য অঢেল টাকা খরচ করতে হয়। একটি টিকিটের দাম ৭৫ হাজার ডলার থেকে শুরু। আর পুরো টেবিল বুক করতে লাগে ৩ লক্ষ ৫০ হাজার ডলার।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments