More
    Homeবিনোদনরাজা তৃতীয় চার্লসের রাজ্যভিষেকে ভারতীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন সোনাম কাপুর

    রাজা তৃতীয় চার্লসের রাজ্যভিষেকে ভারতীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন সোনাম কাপুর

     

    কিছুদিনের মধ্যেই রাজা তৃতীয় চলসে রাজ্যভিষেক। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ব। এই মুহূর্তে সাক্ষী নাকি থাকবেন সোনাম কাপুরও।

     

    রানী এলিজাবেথের মৃত্যুর পরেই চার্লস ব্রিটেনের রাজা হিসেবে ঘোষিত হন। ৭৩ বছর বয়সে এসে দায়িত্ব পাওয়ার পরই সে বুঝিয়ে দেয় মায়ের মৃত্যুতে শোকাহত থাকলেও কর্তব্য অবিচল থাকবে তার। জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে এসে আমাকে ভেসে গিয়ে রানী এলিজাবেথকে স্মরণ করে দেশবাসীর সেবায় নিজের জীবন উৎসর্গ করার প্রতিশ্রুতি দেন তিনি।

     

    আগামী ৭ই মে ব্রিটেনের উইন্ডোসরের দুর্গে এই রাজ্যে বিষয়ক অনুষ্ঠিত হতে চলেছে। সেখানেই নাকি উপস্থিত থাকবেন সুনাম কাপুর তাও আবার একমাত্র ভারতীয় প্রতিনিধি হিসেবে। জানা যায় কমনওয়েলথ ভার্চুয়াল গায়ক দলের অনুষ্ঠানে যোগ দিবেন তিনি যারা ব্রিটেনের রাজ পরিবারকে উদ্দেশ্য করে সংগীত পরিবেশন করবেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments