More
    Homeবিনোদনলাইব্রেরী কর্মী-সহ আরো অনেক পদে বিপুল নিয়োগ, আবেদন করুন এক্ষুনি!

    লাইব্রেরী কর্মী-সহ আরো অনেক পদে বিপুল নিয়োগ, আবেদন করুন এক্ষুনি!

     

     

    যাবতীয় নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ দু বছর ধরে থমকে ছিল। তাই এবারে কর্মী নিয়োগ হতে চলেছে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ারিং কনসালটেন্স ইন্ডিয়া লিমিটেড। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই আবেদনের যাবতীয় খুঁটিনাটি।

     

    আবেদন পদ্ধতি:-

    ১)প্রথমে আবেদনকারীকে গুগলে সার্চ বক্সে গিয়ে www.becil.com ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।

     

    ২) তারপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে যাবতীয় তথ্য সম্পূর্ণ করতে হবে।

     

    ৩) তারপর আবেদনকারীকে মেয়েদের সমস্ত শিক্ষাগত যোগ্যতা পাসপোর্ট সাইজ ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে।

     

    শূন্য পদের যাবতীয় বিবরণ:-

    ১) পদের নাম:- ম্যানেজার

     

    শূন্য পদের সংখ্যা:- দুটি

     

    মাসিক বেতন:- প্রতি মাসে ৭৫ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত মাসিক বেতন হবে এছাড়াও যাবতীয় সুবিধা তো আছেই।

     

    বয়সের পরিসীমা:- উল্লেখিত পদে আবেদন করতে গেলে

    প্রার্থীকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

     

    শিক্ষাগত যোগ্যতা:- উল্লেখিত পথে আবেদন করতে গেলে যে কোন স্বীকৃত ইউনিভার্সিটি থেকে অবশ্যই গ্রাজুয়েট হতে হবে কম্পিউটার এবং ইংরেজিতে কথা বলায় দক্ষতা থাকতে হবে পাশাপাশি প্রাসঙ্গিক বিষয় আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

     

    ২) পদের নাম:-একাডেমিক অফিসার:-

     

    শূন্য পদের সংখ্যা:- উল্লেখিত শূন্য পদের সংখ্যা একটি।

     

    মাসিক বেতন:- উপরোক্ত পদের জন্য মাসিক বেতন ৪০ হাজার থেকে 50000 টাকা পর্যন্ত হবে এছাড়াও যাবতীয় সুবিধা তো আছে।

     

    বয়সের পরিসীমা:- আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

     

    শিক্ষাগত যোগ্যতা:-উল্লেখিত পথে আবেদন করতে গেলে যে কোন স্বীকৃত ইউনিভার্সিটি থেকে অবশ্যই গ্রাজুয়েট হতে হবে কম্পিউটার এবং ইংরেজিতে কথা বলায় দক্ষতা থাকতে হবে।

     

    প্রয়োজনীয় ডকুমেন্টস:-

    ভোটার কার্ড

    আঁধার কার্ড

    শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র

    প্রাসঙ্গিক বিষয়ে কাজের প্রমান পত্র

    বাসস্থানের প্রমান পত্র

    জাতিগত সংশাপত্রের প্রমান

    পাসপোর্ট সাইজের ছবি

     

    আবেদনের শেষ তারিখ:- ইতিমধ্যেই আবেদন শুরু হয়ে গিয়েছে আবেদনের শেষ তারিখ ২৯/০৪/২০২৩।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments