More
    HomeUncategorizedলুঙ্গি পরে কান চলচ্চিত্র উৎসবে চলে গেলেন এই বাঙালি পরিচালক!

    লুঙ্গি পরে কান চলচ্চিত্র উৎসবে চলে গেলেন এই বাঙালি পরিচালক!

     

    কান চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে 16 ই মে থেকে। সেই ফিল্ম ফেস্টিবলে সারা বিশ্বের সিনেমাপ্রেমীরা জড়ো হয়েছেন একসঙ্গে। শনিবার ফ্রান্সের স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যায় প্রিমিয়ার হয়েছে আরণ্য আনোয়ার পরিচালিত মা ছবি। নিজেদের ছবি বিশ্বের দর্শকদের কাছে তুলে ধরতে কান চলচ্চিত্র উৎসবে উৎসবে পৌঁছে গিয়েছিলেন পরিচালক আরন্য আনোয়ার এবং প্রযোজক পুলক কান্তি।

     

    আর সেখানে যাওয়া মাত্রই তাদের নজর কেড়েছে তাদের পোশাক। তাদের পরনে ছিল পাঞ্জাবি এবং লুঙ্গি। পরিচালক বাংলাদেশের সংবাদ মাধ্যমে জানিয়েছেন,” লুঙ্গি আর পাঞ্জাবি পরার কারণ হচ্ছে, আমাদের পূর্বপুরুষের পোশাক ধুতি লুঙ্গি ও পাঞ্জাবি। এখানে আমার ইচ্ছে ছিল বিশ্বের সবচেয়ে বড় ফ্রেন্ড ফেস্টিভালে যাচ্ছি সেখানে গিয়ে আমি আমার ঐতিহ্য এবং উৎসবকে যাতে তুলে ধরতে পারি। আমার সিনেমার লোগো খচিত পাঞ্জাবি পড়েছি।”

     

    তিনি আরো বললেন যদিও সেই অনুষ্ঠানে তার দিকে কেউ ওইভাবে তাকায়নি। তার পরিচালিত মা ছবিটি বাংলাদেশে এখনো মুক্তি পায়নি তা মুক্তি পাবে আগামী ২৬ মে। আন্তর্জাতিক মাধ্যমে সিনেমাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বাণিজ্যিক প্রচেষ্টা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments