More
    Homeখবরলোকসভা নির্বাচনের কারণে পিছিয়ে গেল ইউপিএসসি প্রিলিমস পরীক্ষার তারিখ! জানুন নতুন দিনক্ষণ

    লোকসভা নির্বাচনের কারণে পিছিয়ে গেল ইউপিএসসি প্রিলিমস পরীক্ষার তারিখ! জানুন নতুন দিনক্ষণ

    ভোটের দিনক্ষণ ঘোষণার পর UPSC প্রায় 20 দিন পিছিয়ে দিয়েছে পরীক্ষা।

    এই বছরের 26 মে সিভিল সার্ভিস পরীক্ষার প্রিলিমস পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু 16 মার্চ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর UPSC নতুন নির্দেশিকা জারি করে পরীক্ষার তারিখ পরিবর্তন করে। নতুন তারিখ অনুযায়ী, 16 জুন অনুষ্ঠিত হবে সিভিল সার্ভিস প্রিলিমস পরীক্ষা।

    UPSC-র ওয়েবসাইটে বলা হয়েছে:

    আসন্ন সাধারণ নির্বাচনের কারণে প্রিলিমস পরীক্ষা স্থগিত করা হচ্ছে।
    26 মে থেকে ইন্ডিয়ান ফরেন্স সার্ভিস এগজামিনেশনের স্ক্রিনিং টেস্টও বন্ধ থাকবে।
    16 জুনের পর যাবতীয় পরীক্ষার প্রক্রিয়া ফের চালু করা হবে।

    এই বছর UPSC-র তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী:

    সিভিল সার্ভিসে 1,056 টি শূন্যপদ রয়েছে।
    বিদেশ মন্ত্রকের অফিসার পদে চাকরি পাবেন 150 জন।

    UPSC সিভিল সার্ভিস পরীক্ষার প্রক্রিয়া:

    প্রিলিমস
    মেইনস
    পার্সোনালিটি টেস্ট (ইন্টারভিউ)

    যোগ্যতা:

    21 বছর বয়স
    যেকোনো শাখার স্নাতক ডিগ্রি

    আবেদন:

    UPSC-র ওয়েবসাইটের মাধ্যমে
    আবেদনের শেষ তারিখ: 5 মার্চ, 2024।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments