More
    Homeখবরশান্তিপুর পৌরসভার দুটি ওয়ার্ডের তৃণমূলের পদাধিকারীদের দল থেকে বহিস্কৃত করল তৃণমূল।

    শান্তিপুর পৌরসভার দুটি ওয়ার্ডের তৃণমূলের পদাধিকারীদের দল থেকে বহিস্কৃত করল তৃণমূল।

    নদীয়া,(শান্তিপুর) :- শান্তিপুর পৌরসভার দুটি ওয়ার্ডের তৃণমূলের পদাধিকারীদের দল থেকে বহিস্কৃত করল তৃণমূল। জানা যায় শান্তিপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে তৃণমূলের পদাধিকারী ছিলেন অমল মন্ডল, এছাড়াও শান্তিপুর 24 নম্বর ওয়ার্ডের তৃণমূলের পদাধিকারী ছিলেন শ্যামল মাহাতো। শান্তিপুর পৌরসভার পৌর নির্বাচনের প্রার্থী ঘোষনা হতেই ওই দুই পদঅধিকারী তৃণমূল কর্মী তৃণমূল ছেড়ে নির্দল প্রার্থী হিসাবে জোড়া পাতা চিহ্নে দাঁড়িয়েছেন এরপর শুরু হয় তৃণমূলের ভেতরে তীব্র জল্পনা। গতকাল রানাঘাট নজরুল মঞ্চে প্রত্যেক তৃণমূল প্রার্থীদের নিয়ে এক বিশেষ আলোচনা সভা করেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় ও শিক্ষা মন্ত্রী ব্যর্থ বসু। উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণের তৃণমূল জেলা সভাপতি রত্না ঘোষ কর, সভাধিপতি রিক্তা কুন্ডু, শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সেখানেই শান্তিপুরের দুটি ওয়ার্ডের ওই তৃণমূলের পদাধিকারী দুই তৃণমূল কর্মী কে দল থেকে বহিষ্কৃত ঘোষণা করে। যদিও বিধায়ক জানান দলে থেকে নির্দলে গিয়ে দল কে অপমান করেছে ওই দুই তৃণমূল কর্মী, সেই কারণে দলের শীর্ষ নেতৃত্ব তাদের দল থেকে বহিষ্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে ।

    শান্তিপুর পৌরসভার দুটি ওয়ার্ডের তৃণমূলের পদাধিকারীদের দল থেকে বহিস্কৃত করল তৃণমূল।

    MORE NEWS -এ আই ইউ টি ইউ সি  শ্রমিক সংগঠন অনুমোদিত “সারাবাংলা ওয়াটার ক্যারিয়ার এন্ড সুইপার ইউনিয়ন”

    TodayKolkata:-এ আই ইউ টি ইউ সি  শ্রমিক সংগঠন অনুমোদিত “সারাবাংলা ওয়াটার ক্যারিয়ার এন্ড সুইপার ইউনিয়ন” এর দীর্ঘদিন ধরে ধারাবাহিক আন্দোলনের ফলে- একমাত্র ভূমিদপ্তর অফিসে কর্মরত কর্মবন্ধুদের গ্রুপ ডি কর্মচারী স্বীকৃতির বিষয়ে ভাবনা শুরু করেছে। ইতিমধ্যে বিভিন্ন ব্লকের বি এল আর ও অফিসে এবং এস ডি এল আর ও অফিসে দরবার করার ফলশ্রুতিতে হাওড়া জেলা ডি এল আর ও অফিস ল্যান্ড দপ্তর এর ডাইরেক্টর এর কাছে গ্রুপ ডি কর্মচারী স্বীকৃতির বিষয়টি সুপারিশ করেছে।  এমতাবস্থায় সমস্ত ব্লকের কর্মবন্ধুদের ঐক্যবদ্ধ হয়ে, সক্রিয় ভাবে আন্দোলনে অংশগ্রহণ করা দরকার।  এই উদ্দেশ্যকে সামনে রেখে- ১৭ ফেব্রুয়ারি, আমতা বাসস্ট্যান্ডের কাছে আমতা ব্লকের কর্ম বন্ধুদের নিয়ে একটি সভা হয়। এই সভা থেকে চঞ্চলা পালকে সভানেত্রী, সোমেশ খানকে সম্পাদক ও তাপস রায় কোষাধ্যক্ষ করে এই ব্লকের “ওয়াটার ক্যারিয়ার এন্ড সুইপার ইউনিয়নের” একটি শক্তিশালী কমিটি গঠিত হয় ।CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments