More
    Homeরাজনৈতিকশূন্য থেকেই শুরু, সেলিমকে সংসদে পাঠাতে প্রাণপাত লড়াই করবে কংগ্রেস! জানালেন অধীর

    শূন্য থেকেই শুরু, সেলিমকে সংসদে পাঠাতে প্রাণপাত লড়াই করবে কংগ্রেস! জানালেন অধীর

    নানা দিক থেকে বর্ণময় বঙ্গ রাজনীতির চরিত্র। কখন কি থেকে কি ঘটে যায় বলাই বাহুল্য এই শত্রু আছে সে আবার পরক্ষণে বন্ধু হয়ে যেতেই পারে। তবে একটু বেশিই বেহিসাবি বঙ্গ রাজনীতি। ৭ এর দশক থেকে সাপ ও নেউলের মতন সম্পর্ক ছিল সিপিএম এবং কংগ্রেস এই দুই গোষ্ঠীর। দুই দলের প্রতিদ্বন্দ্বিতা বাদ দিল দলের একে অপরের শত্রু ছিলেন। দুই দলের মধ্যে হাতাহাতি বোমাবাজি মারপিট ছিল রোজকার নামতা।

    ১৯৫২ সাল থেকে লোকসভা নির্বাচনের দুই দফায় মোট চার বার আসন ছিল কংগ্রেসের। এমন কি ঘোর বাম জমাতেও ২০০৪ এবং ২০০৯ সালে মুর্শিদাবাদের কেন্দ্র টি কংগ্রেস দখল করেছিল। এখন অবশ্য পুরো চিত্রটাই বদলে গিয়েছে বাম এবং কংগ্রেস দুই জোট একসঙ্গে হাত মিলিয়েছে।

    কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফকির জানিয়েছেন সার্বিকভাবে জোট মেনে নিয়েছে দলের কর্মীরা। তারা সিপিএমের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রচার করছেন। তার কথা অনুযায়ী জোট এখন তাদের সম্মান হয়ে দাঁড়িয়েছে। ৪৪ ডিগ্রি তাপকে উপেক্ষা করে হলেও যৌথভাবে এসব ভাবে মানুষের সঙ্গে কারণ তাকে সংসদে পাঠাতে হবে বলে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments