More
    Homeঅনান্য50 হাজার বছর পর পৃথিবীর খুব কাছ থেকে অতিক্রম করতে চলেছে ধুমকেতু।

    50 হাজার বছর পর পৃথিবীর খুব কাছ থেকে অতিক্রম করতে চলেছে ধুমকেতু।

    Today Kolkata:- আগামী 1 ফেব্রুয়ারি (February)) রাতে (night)প্রায় 50 হাজার বছর পর পৃথিবীর খুব কাছ থেকে অতিক্রম করতে চলেছে। মহাজাগতিক ঘটনার পরিপ্রেক্ষিতে এই ধুমকেতু অন্যান্য সাধারণ ধুমকেতুর চেয়ে বেশ অন্য ধরনের এবং বিশেষ হতে চলেছে। একদিকে যেমন এই ধুমকেতুর রং সবুজ (Green)হবে তেমনই এটি এর আগে সেই Ice Age অর্থাৎ হিমযুগে পৃথিবীর এতটা কাছে দেখা গিয়েছিল। যেসব মানুষদের কাছের বিশ্বের চেয়ে কোটি কোটি কিলোমিটার দূরের অন্তরীক্ষের ঘটনা বেশ রোমাঞ্চকর মনে হয় তাদের জন্য এবার একটি দুর্দান্ত খবর রয়েছে।
    এই ধুমকেতু সূর্যকে কেন্দ্র করে পরিক্রমা করে এবং একবার পূর্ণ প্রদক্ষিণ করতে এর সময় 50 হাজার বছর লাগে বলে জানা গেছে। এই মাসেরই গত 12 তারিখ এই ধুমকেতু সূর্যের সবচেয়ে কাছাকাছি গিয়েছিল। এবার এটি নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর পাশ দিয়ে অতিক্রম করতে চলেছে। বৈজ্ঞানিকরা(scientist) জানিয়েছেন এর আগে এই ধুমকেতু শেষবার যখন পৃথিবীর এত কাছে এসেছিল তখন পৃথিবীতে(world) নিয়ানডার্থাল (Neanderthal) মানুষ বসবাস করত। এই ধুমকেতুর নাম C/2022 E3 (ZTF) রাখা হয়েছে। 2 ফেব্রুয়ারি পর্যন্ত এই ধুমকেতু ( comet) পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকবে এবং আগামীকাল 1 ফেব্রুয়ারি এটি সবচেয়ে কাছাকাছি চলে আসবে। রাতের সময় এই ধুমকেতু খালি চোখেই দেখা যাবে। মহাকাশ বিজ্ঞানীদের মতে এই ধুমকেতু ধূলো ও বরফ দিয়ে তৈরি এবং এর রং সবুজ। এর বিশেষ রঙের কারণে এর চারদিকে সবুজ রঙের রোশনাই দেখা যায়। যখন এই ধুমকেতু আমাদের সবচেয়ে লাছাকাছি থাকবে তখন পৃথিবী এবং এর মধ্যেকার দুরত্ব হবে প্রায় 2.7 কোটি কিলোমিটারের কাছাকাছি।

    50 হাজার বছর পর পৃথিবীর খুব কাছ থেকে অতিক্রম করতে চলেছে ধুমকেতু।

    MORE NEWS – বিদায় ঘণ্টা নয়, বৃহষ্পতিবার থেকেই রাজ্য জুড়ে শীতের নয়া ইনিংস। বাংলায় শীত কার্যত উধাও। কিন্তু আশার কথা শোনাল আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে (South Bengal) ফের হাওয়া বদলের সম্ভাবনা।‌ মঙ্গল ও বুধবার বাড়বে তাপমাত্রা। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, দু’দিন পরই পারদ পতনের সম্ভাবনা। ৪-৫ দিন স্থায়ী হতে পারে এই শীতের স্পেল। যদিও জাঁকিয়ে ঠান্ডা বা কনকনে শীতের সম্ভাবনা কম। তবে শীতের আমেজ ফিরবে দক্ষিণবঙ্গে (South Bengal)। কলকাতায় ১৫ ডিগ্রির কাছাকাছি ও জেলায় ১২ ডিগ্রির কাছাকাছি পারদ নামতে পারে। CONTINUE READING
    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments