More
    Homeঅনান্যAdina Dear Park আদিনা ডিয়ার পার্কে চালু হচ্ছে রেস্টুরেন্ট।

    Adina Dear Park আদিনা ডিয়ার পার্কে চালু হচ্ছে রেস্টুরেন্ট।

    মালদা:- ফরেস্টের মধ্যেই মিলবে বিভিন্ন রকমের খাবার। আদিনা ডিয়ার পার্কে (Adina Dear Park) চালু হচ্ছে রেস্টুরেন্ট। খাবারের জন্য আর ফরেস্টের বাইরে যেতে হবে না পর্যটকদের। বন দপ্তরের উদ্যোগে এই রেস্টুরেন্ট তৈরি করা হচ্ছে। নতুন রেস্টুরেন্টের ঘর থেকে বসে খাবারের জায়গা ইতিমধ্যে তৈরীর কাজ সম্পন্ন হয়েছে। ফরেস্টের ভেতরে রেস্টুরেন্ট বা খাবারের জায়গা তৈরি হলে জেলাও জেলার বাইরে থেকে ঘুরতে আসা পর্যটকদের অনেকটাই সুবিধা হবে। মালদহ জেলার গাজোলে অবস্থিত আদিনা ফরেস্ট। বছরের বিভিন্ন সময়ে নানান দেশ থেকে প্রচুর পরিযায়ী পাখি ভিড় করে এই ফরেস্টে। জেলা ও জেলার বাইরের পর্যটকদের আকর্ষণ করে। আদিনা ফরেস্ট পর্যটকদের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে সেখানে আগেই তৈরি করা হয়েছিল একটি শিশু উদ্যান। নিয়মিত সেই শিশু উদ্যানের টানে ও হরিণ দেখতে শিশুদের নিয়ে জেলার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ নিয়মিত হাজির হন আদিনা ফরেস্টে।

    তবে ফরেস্টের ভেতরে এতদিন খাবারের কোন ব্যবস্থা না থাকায় কিছুটা হলেও সমস্যায় পড়তে হতো, পর্যটকদের। পর্যটকদের সেই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে বন দফতর। তৈরি হচ্ছে একেবারে সম্পূর্ণ নতুন রেস্টুরেন্ট। বন দফতরের মালদহ ডিভিশনের সূত্রে জানা গিয়েছে, ফরেস্টের ভেতরেই তৈরি করা হয়েছে এই রেস্টুরেন্ট। চারদিকে গাছে ঘেরা মনরম পরিবেশের মধ্যে পর্যটকেরা বসে খেতে পারবেন। অবসর সময় কাটানোর ও সুযোগ মিলবে রেস্টুরেন্টের আশেপাশে। ইতিমধ্যে জোর কদমে চলছে রেস্টুরেন্ট তৈরির কাজ শেষ করার। বোন দপ্তরের কর্তারা জানান সমস্ত কিছু ঠিক থাকলে আগামী দুর্গাপুজোর মধ্যেই চালু হয়ে যাবে নতুন এই রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট চালু হলে পর্যটকরা আরও বেশি করে আসবেন এই ফরেস্টে এমনটাই দাবি বন দফতরের কর্তাদের।

    Adina Dear Park আদিনা ডিয়ার পার্কে চালু হচ্ছে রেস্টুরেন্ট।

    MORE NEWS – কাঁচরাপাড়া আমবাগান স্টেশন রোডের রেলের বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে বিক্ষোভ সাধারণ মানুষের।

    আজ কাঁচাপাড়া আমবাগান স্টেশন (Ambagan station) রোড চার নম্বর ওয়ার্ডে রেলের বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষেরা। তাদের দাবি দীর্ঘ ৫০ বছর ধরে বসবাস করছি এই সময় বার করে দিলে আমরা যাব কোথায় আমাদের রাস্তায় দাঁড়াতে হবে।রেল আমাদের বিকল্প কোন জায়গা দেখে দিক আমরা সরে যাব দাবি সাধারণ মানুষের। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments