More
    Homeখবর"Ak Dake Avishek" ডায়মন্ড হারবার বিধানসভার "এক ডাকে অভিষেক" আজ তারই...

    “Ak Dake Avishek” ডায়মন্ড হারবার বিধানসভার “এক ডাকে অভিষেক” আজ তারই শুভ সূচনা হলো।

    Today Kolkata:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দিদি কে বলো কর্মসূচি অনুষ্ঠিত হয়ে ছিল, তারই অনুসরণ করে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের উদ্যোগে কিছু দিন আগে অনুষ্ঠিত হয় “এক ডাকে অভিষেক” (“Ak Dake Avishek”)। ডায়মন্ড হারবার বিধান সভার সকল মানুষের সুবিধার্তে রবীন্দ্র ভবনে স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার এর মাধ্যমে তারই শুভ সূচনা হলো এদিন “এক ডাকে অভিষেক” ৭৮৮৭৭৭৮৮৭৭ এই নাম্বার। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার, ব্লক১যুব সভাপতি গৌতম অধিকারী, ব্লক২ তৃনমূল কংগ্রেস সভাপতি অরুমোয় গায়েন, ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা মহিলা তৃনমূল সভাপতি মনমহিনী বিশ্বাস, ব্লক২ যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন, টাউন তৃনমূল সভাপতি অমিত সাহা, পৌরভার চেয়ারম্যান প্রণব দাস, টাউন তৃনমূল যুব সভাপতি সৌমেন তরফদার, সরিষা অঞ্চলের অবজারভার তথা যুব নেতা শামীম আহমেদ মোল্লাজ,  পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস।

    এছাড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধান সভার সকল পঞ্চায়েত সমিতির সভাপতি সহ পঞ্চায়েত প্রধান ও সদস্য ও আরও তৃণমূলের অন্যান্য সকল নেতৃত্বরা। কেন্দ্রের বিরুদ্ধে একাধিক তোপ দেগে বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে থেকে BJP কে উৎখাত করার ডাক দিলেন ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের বিধায়ক পান্নালাল হালদার। এদিন ডায়মন্ড হারবার বিধান সভার সকল তৃণমূলের নেতৃত্ব ও কর্মী দের নিয়ে এক ডাকে অভিষেক এর প্রতি গ্রামে গ্রামে প্রচার শুরু হবে আজ থেকে তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এবং ২০২৪ শে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় কে এই লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে বিজয়ী করে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দেশের প্রধানমন্ত্রী রূপে দেখতে চান।

    “Ak Dake Avishek” ডায়মন্ড হারবার বিধানসভার “এক ডাকে অভিষেক” আজ তারই শুভ সূচনা হলো।

    MORE NEWS – পঞ্চায়েত ভোটের দাগামা বাজিয়ে দিয়েছে তৃণমূল, সংগঠনকে সাজাতে তৎপর নেতা কর্মীরা।

    সামনে পঞ্চায়েত ভোট (Panchayet vote), সংগঠনকে ঢেলে সাজাতে ময়দানে নেমে পড়েছে তৃনমূল নেতা কর্মীরা। তৃণমূল তার মূল সংগঠনের পাশাপাশি শাখা সংগঠনগুলো ও তাদের নিজেদের সংগঠনের পুনর্গঠন করছে। সেরকম পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে একটি আলোচনার মাধ্যমে মেদিনীপুর শহর এবং গ্ৰামীন এসসি সেলের সভাপতি হিসেবে মেদিনীপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড এর কাউন্সিলর টোটন সাসপিল্লির নাম ঘোষণা করা হলো জেলা তৃণমূল অফিসে জেলা তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments