More
    Homeঅনান্যAmerica vs Chine বেলুনের মাধ্যমে আমেরিকার স্পর্শকাতর সামরিক কেন্দ্র গুলির উপর নজরদারি...

    America vs Chine বেলুনের মাধ্যমে আমেরিকার স্পর্শকাতর সামরিক কেন্দ্র গুলির উপর নজরদারি চালাচ্ছে চীন!

    Today Kolkata:- আমেরিকার (America) ‘স্পর্শকাতর’ সামরিক কেন্দ্রগুলির উপর নজরদারি চালাচ্ছে চিনের বেলুন, এমটাই দাবি করেছিল আমেরিকার প্রতিরক্ষা দফতর পেন্টাগন। বেজিং সেই দাবি অস্বীকার করলেও শনিবার সন্দেহজনক বেলুনটিকে গুলি করে নামাল আমেরিকা। অতলান্তিক মহাসাগরে বেলুনটির ধ্বংসাবশেষ উদ্ধারের কাজও শুরু করেছে তারা।

    পেন্টাগন (Pentagan) দাবি করে, বেলুনের মাধ্যমে ‘গুপ্তচরবৃত্তি’ চালাচ্ছে বেজিং। আমেরিকার সামরিক কার্যকলাপের উপর বেলুনের মাধ্যমে নজর রাখা হচ্ছে। প্রেসিডেন্ট (President Of America) জো বাইডেন (Joe Biden) পেন্টাগনের দাবির পরিপ্রেক্ষিতে জানান, বেলুনটির ‘উপযুক্ত ব্যবস্থা’ করা হবে। বেলুন ধ্বংসের পর বাইডেন (Joe Biden) বলেন, ‘‘আমরা সফল ভাবে বেলুনটি নামিয়েছি। আমি আমাদের বিমান আধিকারিকদের এর জন্য অভিনন্দন জানাতে চাই।’’

    চিনের (Chaina) তরফে অবশ্য নজরদারির যাবতীয় অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, আবহাওয়া সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা এবং বৈজ্ঞানিক কারণে বেলুনটি ব্যবহার করা হচ্ছে। চিনের বিদেশ মন্ত্রকের দাবি, এই বেলুনটি হাওয়ার গতির সঙ্গে ভারসাম্য বজায় রাখতে না পেরে আমেরিকায় ঢুকে পড়ে। এই দুর্ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে বেজিং (Bezing)। পাশাপাশি তারা এ-ও জানায়, এই ভুল যাতে দ্বিতীয় বার না হয় সেই চেষ্টা করা হবে।

    বেলুনটিকে প্রথমে উত্তর-পশ্চিম আমেরিকায় উড়তে দেখা গিয়েছিল। প্রাথমিক ভাবে বাইডেন সরকারের (Baiden Government) প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন (Loyed Astin) সেটিকে গুলি করে নামানোর কথা বলেছিলেন। কিন্তু বেলুনটির মধ্যে কোনও তেজস্ক্রিয় পদার্থ থাকলে ঘনবসতিপূর্ণ অঞ্চলে পড়ে বিপত্তি ঘটার আশঙ্কা ছিল। পরে দক্ষিণ ক্যারোলিনা উপকূলের কাছে বেলুনটিকে গুলি করে নামানো হয়।

    America vs Chine বেলুনের মাধ্যমে আমেরিকার স্পর্শকাতর সামরিক কেন্দ্র গুলির উপর নজরদারি চালাচ্ছে চীন!

    Budget Rail বাজেটে রেল বরাদ্দে বাংলার ভাগ্যে ১১ হাজার ৯৭০ কোটি ! রেল বরাদ্দে এগিয়ে বাংলা।

    MORE NEWS – কার্যকর হবে, ক্ষমতার বিরুদ্ধে ঠাকুরের নাম বিকৃত করার অভিযোগ শুভেন্দুর।

    ভিনরাজ্যে কাজের জন্য গেলে মতুয়াদের প্রশ্নের মুখে পড়তে হয়। অথচ এ রাজ্যের অন্য বাসিন্দাদের তা হয় না। সে কারণেই অবিলম্বে সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) চালু হবে। নবদ্বীপের (Nabadwip) মতুয়ামেলায় গিয়ে একথা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিষয়টি নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)দিকে আঙুল তোলেন তিনি। শুভেন্দু (Suvendu Adhikari) জানান, মুখ্যমন্ত্রী সিএএ চালু করতে দিচ্ছেন না। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments