More
    Homeঅনান্যBhatpara State General Hospital রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা।

    Bhatpara State General Hospital রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা।

    নিজস্ব প্রতিনিধি:- গতকাল সকাল ৯-৩০ নাগাদ বুকে ব্যাথা নিয়ে গোলঘর প্রীতিনগর এলাকার বাসিন্দা সুশিলা দেবী (৬০) ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে (Bhatpara State General Hospital) ভর্তি করা হয়। অভিযোগ, চিকিৎসায় গাফিলতির অভিযোগে বৃহস্পতিবার রাত ন’টা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এলাকার পুরপিতা সত্যেন রায়। উত্তেজনার খবর পেয়ে হাসপাতালে হাজির জগদ্দল থানার পুলিশ। রাতের শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো পর্যন্ত এ নিয়ে পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ জমা দেননি মৃতের অভিভাবকরা।

    Bhatpara State General Hospital রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা।

    MORE NEWS – গ্রীষ্মের দাবদাহে নিজের বাড়ির ছাদে গাছ লাগিয়ে সেই সমস্যা থেকে রেহাই পেয়েছে।

    মালদাঃ- গ্রীষ্মের দাবদাহে সবাই যখন অতিষ্ঠ তখন নিজের বাড়ির ছাদে শতাধিক গাছ লাগিয়ে সেই সমস্যা থেকে রেহাই পেয়েছে কালিয়াচক ২ নম্বর ব্লকের বাঙ্গীটোলা সেন্টু খান। এই বিশ্বে প্রদাহ এর মধ্যে সেন্টুর বাড়ি ঢুকলে পাওয়া যায় একরাশ অক্সিজেন ও এসির শীতল হাওয়ার স্বাদ। নিজের বাড়ির ছাদে  ফুল ও ফলের সমাহারে আস্ত একটি পার্ক তৈরি করে ফেলেছেন বাঙ্গীটোলা এলাকার কাশিমবাজারের সেন্টু খান। CONTINUE READING

    MORE NEWS – বিদ্যালয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক দশম শ্রেণীর ছাএী।

    মালদাঃ- বিদ্যালয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক দশম শ্রেণীর ছাএী। ঘটনাটি মানিকচকের কোরিয়া সুলতানপুর এলাকার। পাঁচদিন কেটে গেলেও এখন পর্যন্ত মেলেনি কোন সন্ধান। ফলে দুঃচিন্তাই ঘুম উড়েছে ছাএীর পরিবার পরিজনদের।নিখোঁজ ছাএীর খোঁজ পেতে মানিকচক থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন পরিবারের লোকজন। পরিবার সূএে জানা গেছে, নিখোঁজ স্কুল ছাএীর নাম সালমা খাতুন(১৭)। CONTINUE READING

    MORE NEWS – Panihati পানিহাটি পৌরসভা আট নম্বর ওয়ার্ডের উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মীনাক্ষী দত্ত আজ মনোনয়নপত্র জমা দিলেন।

    Today Kolkata:- পানিহাটি (Panihati) পৌরসভা আট নম্বর ওয়ার্ডের উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মীনাক্ষী দত্ত আজ মনোনয়নপত্র জমা দিলেন ব্যারাকপুর প্রশাসনিক ভবনে। বিধায়ক নির্মল ঘোষ এর আশীর্বাদ নিয়ে মনোনয়নপত্র জমা দিতে সদলবলে প্রশাসনিক ভবনে এলেন মীনাক্ষী দত্ত। দলীয় প্রার্থী মীনাক্ষী দত্তের মনোনয়নপত্র দাখিল করতে এসে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments