More
    HomeখবরBiswabharati Bishwavidyalay বিশ্বভারতীতে শিক্ষায় গুরুত্ব না দিয়ে, গৈরিকীকরণের লেফট-রাইট প্যারেড হচ্ছে ,।...

    Biswabharati Bishwavidyalay বিশ্বভারতীতে শিক্ষায় গুরুত্ব না দিয়ে, গৈরিকীকরণের লেফট-রাইট প্যারেড হচ্ছে ,। অভিযোগ মুখ্যমন্ত্রীর।

    Today Kolkaa:- বোলপুর পৌঁছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen) বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জমি বিতর্কে নোবেলজয়ী অমর্ত্য সেনের (Amartya Sen) পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। সেখানে অমর্ত্যের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে মমতা হুঁশিয়ারির সুরে বলেন, ‘‘অমর্ত্যদাকে বিজেপি যেন অপমানের চেষ্টা না করে।’’ জমি বিতর্কে নোবেলজয়ী যে কথা বলেছেন, তা ‘ঠিক’ বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি নথি দেখিয়ে দাবি করেন , অমর্ত্যের বক্তব্যই ঠিক , বিশ্বভারতীর নয়। এটাকেই ‘ছক্কা’ মারার সঙ্গে তুলনা করেন মমতা (Mamata Banerjee)। বলেন, ‘‘আমি ছোট্ট একটা ছক্কা মেরে গেলাম।’’ বিজেপি (BJP) এবং বিশ্বভারতীকে (Biswabharati Bishwavidyalay) বার্তা দিয়ে মমতা বলেন, ‘‘কোর্ট-কাছারি করে সব হবে না। জনতার আদালত রয়েছে। এটা মনে রাখতে হবে।

    কেন্দ্রীয় শিক্ষা দফতর আশা করি এ ভাবে যথেচ্ছচারিতার খোঁজ নিয়ে দেখবে। বিজেপি করলে সাত খুন মাপ হতে পারে না।’ উল্লেখ্য , জমি দখলের অভিযোগ ঘিরে অমর্ত্য সেন (Amartya Sen) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংঘাত চরমে উঠেছে। জমি বিবাদের মধ্যেই শনিবার একটি সরকারি নথি (তবে সেটি যাচাইকৃত নয়)। Qতাতে দেখা গিয়েছে, শান্তিনিকেতনের ১.৩৮ একর জমি দীর্ঘমেয়াদি লিজ় দেওয়া হয়েছিল অমর্ত্যের বাবা প্রয়াত আশুতোষ সেনকে। প্রকাশ্যে আসা সরকারি নথির প্রেক্ষিতে বীরভূমের জেলাশাসক বিধান রায় বলেছেন , ‘‘প্রশাসনের কাছে যে নথি রয়েছে, সেই অনুযায়ী অমর্ত্য সেনের পরিবারের নামে ১ একর ৩৮ শতক জমি দীর্ঘমেয়াদি লিজ়ে রয়েছে।’’ জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরের এক সূত্রের দাবি , সেন পরিবারকে যে ১.২৫ একর জমিই লিজ দেওয়া হয়েছিল , তার সপক্ষে কোনও ‘রেকর্ড’ নেই।

    Biswabharati Bishwavidyalay বিশ্বভারতীতে শিক্ষায় গুরুত্ব না দিয়ে, গৈরিকীকরণের লেফট-রাইট প্যারেড হচ্ছে ,। অভিযোগ মুখ্যমন্ত্রীর।

    WHO করোনা এখনও উদ্বেগের, সতর্কতা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

    তার প্রেক্ষিতেই রবিবার বিশ্বভারতী দাবি করেছে, ১৯৪৩ সালের চুক্তি অনুযায়ী, আশুতোষকে ১.২৫ একর জমি লিজ় দিয়েছিল বিশ্বভারতী। ১.৩৮ একর নয়। মমতা (Mamata Banerjee) অবশ্য অন্য দাবি করেছেন। সেই দাবির স্বপক্ষে নথি দেখিয়েছেন। ১৯৮৪ সালে পশ্চিমবঙ্গ সরকার কোন দাগের কোন জমি দিয়েছিল তার বিবরণ পাঠ করেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে মমতা বলেন, ‘‘যে জমিটা লিজ়ে দেওয়া হয়েছিল তা ১.৩৮৮ একর। ওরা (বিশ্বভারতী) বলছে ১.২৫ একর। ‘এল আর’ রেকর্ড বলছে, ১.৩৮ একর। তাই অমর্ত্য সেন (Amartya Sen) ঠিক বলছেন। ১৯৫৬ সালের ‘আরএস’ রিপোর্টেও একই তথ্য রয়েছে।’’ বিশ্বভারতীতে (Bishavarati Bishyavidyaly) শিক্ষায় গুরুত্ব না দিয়ে, গৈরিকীকরণের লেফট-রাইট প্যারেড হচ্ছে বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, পড়ুয়াদের সঙ্গেও তিনি কথা বলবেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments