More
    HomeখবরCAA লাগু হওয়ায় নাগরিকত্ব যাবে না তো মতুয়াদের? যাবতীয় বিতর্কের মাঝে মুখ...

    CAA লাগু হওয়ায় নাগরিকত্ব যাবে না তো মতুয়াদের? যাবতীয় বিতর্কের মাঝে মুখ খুললেন শান্তনু ঠাকুর!

    গোটা দেশ জুড়ে CAA লাগু হওয়ার পর রাজ্যের বিজেপি দলের শীর্ষ নেতৃত্ব এই আইনকে স্বাগত জানিয়েছে।কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই পদক্ষেপের জন্য বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।

    উল্লেখ্য, এই আইন চালু করার ব্যাপারে কেন্দ্রের কাছে দীর্ঘদিন ধরেই দরবার করেছিলেন তিনি।ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে মঙ্গলবার শান্তনু ঠাকুর জানান, ভারতবর্ষে প্রায় আড়াই কোটি মতুয়া ধর্মের মানুষ রয়েছেন। এদের মধ্যে বিশাল অংশের মানুষ ভারতের নাগরিকত্ব পাবেন।

    তিনি আরও জানান, ৭১ সালের পর এবং ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে এদেশে এসেছেন, তাঁরা আবেদন করলে নাগরিকত্ব পাবেন।যাদের ইতিমধ্যে ভোটার কার্ড আছে, তাদের আবেদন করতে হবে না।

    এই আইন চালু হওয়ার ফলে ভোটের উপরেও প্রভাব পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহলের সদস্যরা।শান্তনু ঠাকুর বলেন, ‘শুধু এই কেন্দ্র কেন, সমস্ত কেন্দ্রেই এর প্রভাব পড়বে।’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments