More
    Homeঅনান্যCorona Virus মালদামেডিকেলের ফের করোনায় মৃত্যু হল একজনের।

    Corona Virus মালদামেডিকেলের ফের করোনায় মৃত্যু হল একজনের।

    মালদা:- ফের করোনায় (Corona Virus) মৃত্যু হল একজনের। বৃহস্পতিবার ভোরে মালদামেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।‌ এই নিয়ে নতুন করে মালদায় দুই জনের মৃত্যু হয়েছে। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে বর্তমানে দুইজন চিকিৎসাধীন রয়েছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে করোনায় মৃত মহিলার বাড়ি মালদহ বাগবাড়ি এলাকায়। জ্বরে আক্রান্ত হলে পরিবারের লোকেরা প্রথমে তাকে মালদার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পরিবারের লোকেরা মালদা মেডিকেলে ভর্তি করে। করোনা ধরা পড়লে চিকিৎসা করে, তাকে করো না বলে স্থানান্তরিত করে। বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয়। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জানা গিয়েছে। এদিকে করোনার পজিটিভ সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার নতুন করে ১০০ জনের ধরা পড়েছে। মালদা জেলা জুড়ে ব্যাপক হরে করোনা বৃদ্ধি পেতে থাকায় জেলা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে।

    Corona Virus মালদামেডিকেলের ফের করোনায় মৃত্যু হল একজনের।

    MORE NEWS – কুমুদিনী ডাকুয়া প্রতিবন্ধী সেবা সমিতির উদ্যোগে অরণ্য সপ্তাহ উদযাপন।

    ১৪ই থেকে ২০শে জুলাই অরণ্য সপ্তাহ উদযাপন। সারা রাজ্যের পাশাপাশি অরণ্য সপ্তাহ উদযাপন করা হল ৪১নং জাতীয় সড়কের নন্দকুমারের খঞ্চিতে। বৃহস্পতিবার কুমুদিনী ডাকুয়া প্রতিবন্ধী সেবা সমিতির পক্ষ থেকে অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষ রোপণ এবং চারাগাছ বিতরণ করা হয়। সংস্থার পক্ষ থেকে লেবু, পেয়ারা, জামরুল, আকাশমনি, নিম, মেহগনি চারা বিতরণ এবং রোপণ করা হয়। এদিন প্রায় তিন শতাধিক চারা তুলে দেওয়া পথ চলতি মানুষ, ছাত্রছাত্রী ও ট্রাফিক পুলিশদের। সংস্থার পক্ষ থেকে হলদিয়া – মেছাদা জাতীয় সড়কের ডিভাইডারের উপর বিভিন্ন ধরনের ফলের চারা রোপণ করা হয়। CONTINUE READING

    MORE NEWS – মিথ্যা ভাবে দেড় লাখ টাকা ধার নেওয়ার অপবাদ দিয়ে এক পরিবারের ওপর হামলা চালানোর অভিযোগ।

    মিথ্যা ভাবে দেড় লাখ টাকা ধার নেওয়ার অপবাদ দিয়ে এক পরিবারের ওপর হামলা চালানোর অভিযোগ উঠলো প্রতিবেশী দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই হামলার ঘটনায় তিন মহিলা সহ পাঁচজন গুরুতর জখম হয়েছেন। তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে রতুয়া থানার কাহালা গ্রাম পঞ্চায়েতের নিমতলা এলাকায়। এই ঘটনায় হামলাকারী মানু মিঞা সহ তার দলবলের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবার। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments