More
    Homeঅনান্যED vs Saigol Hossain অবশেষে দিল্লিতে সায়গল, ইডির জেরায় এবার কোন নতুন...

    ED vs Saigol Hossain অবশেষে দিল্লিতে সায়গল, ইডির জেরায় এবার কোন নতুন তথ্য!

    Today Kolkata:- ED vs Saigol Hossain রাজ্য পুলিশের কড়া ঘেরাটোপের মধ্যে অবশেষে দিল্লিতে নিয়ে যাওয়া হল সায়গল হোসেন। গরুপাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে শনিবার সকাল ১১:১০ মিনিটে দিল্লিতে আনা হয়। এদিন রাজ্য পুলিশের আধিকারিকরা তাঁকে ইডির হাতে তুলে দিলেন। গরু পাচার কাণ্ডে প্রথম গ্রেফতার করা হয় সায়গল হোসেনকে। তাঁর কাছ থেকে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পায় তদন্তকারী অফিসাররা। কিন্ত একজন সাধারণ দেহরক্ষী হয়ে তাঁর কাছে এই বিপুল পরিমাণ টাকার উৎস কী? তা জানতে প্রথমে সন্দেহের বশে তাঁকে হেফাজতে নেয় গোয়েন্দা সংস্থা। এরপর শুরু হয় জেরা। তাঁকে গ্রেফতার দেখিয়ে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন করে ইডি। শেষমেশ সায়গলকে দিল্লিতে নিয়ে আসেন ইডির তদন্তকারী আধিকারিকরা।

    CBI & ED সাতসকালে কলকাতা ও সোদপুরে সিবিআই-ইডির জোড়া হানা।

    ইডি মারফত জানা গিয়েছে, টানা এক সপ্তাহ দিল্লিতে সায়গলকে জেরা করবে ইডি। প্রতিদিন বেলা ১১ টা থেকে দুপুর ১২টা এবং ফের দুপুর  ৩টে থেকে ৪টে পর্যন্ত চলবে জেরা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সায়গলকে জেরা করে নতুন কোন তথ্য উঠে আসবে? সেক্ষেত্রে কি আরো চাপে পড়বেন বীরভূমের একসময়ের দোর্দণ্ডপ্রতাপ অনুব্রত মণ্ডল? উল্লেখ্য, এই পাচার কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। বর্তমানে আসানসোল সংশোধনাগারে রয়েছেন তিনি। এমনকী, তৃণমূল নেতার মেয়ের নামেও বিপুল পরিমাণ জমি এবং কোম্পানির খোঁজ মিলেছে। যা নিয়ে রীতিমত শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তদন্তকারী সংস্থার দাবি, এই পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের হয়েই কাজ করতেন সায়গল হোসেন। 

    ED vs Saigol Hossain অবশেষে দিল্লিতে সায়গল, ইডির জেরায় এবার কোন নতুন তথ্য!

    TET Andolonkari টেনে হিঁচড়ে চাকরিপ্রার্থীদের তোলা হল! মধ্যরাতে পুলিশি ‘অপারেশন’

    MORE NEWS – এক সপ্তাহেই আক্রান্ত প্রায় ৭ হাজার, বাংলায় উর্ধ্বমুখী ডেঙ্গু গ্রাফ।

    গত দুবছর করোনার অত্যাচারে জর্জরিত ছিল গোটা বিশ্ব। মারণঘাতী সেই ভাইরাসের দাপট বর্তমানে যথেষ্ট নিয়ন্ত্রণে। তা সত্ত্বেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না রাজ্যবাসী। কারণ, এবার বাংলায় ক্রমশ বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, একদিনে রাজ্যে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১০৯৪ জন৷ গত এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ছিল ৬৬৮০৷ CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments