More
    HomeখবরHabibpur Assembly হবিবপুর বিধানসভা কেন্দ্রে সংগঠনকে শক্ত করতে আসরে নামল ব্লক...

    Habibpur Assembly হবিবপুর বিধানসভা কেন্দ্রে সংগঠনকে শক্ত করতে আসরে নামল ব্লক নেতৃত্ব।

    মালদাঃ- পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে হবিবপুর বিধানসভা (Habibpur Assembly) কেন্দ্রে সংগঠনকে শক্ত করতে আসরে নামল ব্লক নেতৃত্বদের সাথে নিয়ে জেলা এবং প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা। রবিবার বিকেলে প্রথমে বামনগোলার পাকুয়াহাটে এবং পরে হবিবপুরের কেন্দপুকুরে কর্মীসভা করলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং রাজীব গান্ধী পঞ্চায়েত রাজ এর রাজ্য কো-অর্ডিনেটর মোস্তাক আলম।সঙ্গে ছিলেন রাজীব গান্ধী পঞ্চায়েত রাজ্যর মালদা জেলা কো-অর্ডিনেটর মাসুদ আলম। এছাড়াও ছিলেন কংগ্রেসের নেতৃত্ব বিশ্বনাথ রায়,সারোয়ার জাহান, অর্জুন হালদার সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। এদিনের কর্মী সভায় বক্তব্যে রাখতে গিয়ে তৃণমূল ও বিজেপি’কে একই বস্তুর এপিঠ ওপিঠ বলে তোপ দাগেন কংগ্রেস নেতৃত্বরা।

    মোস্তাক আলম বলেন, রাজ্য জুড়ে কংগ্রেসের মাদার সংগঠনের সদস্য সংগ্রহ কর্মসূচি শেষ হয়েছে। বর্তমানে ২৫ মে থেকে যুব কংগ্রেসের সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। চলবে আগামী ২৬ জুন পর্যন্ত। অন্যায় ভাবে ২০১৮ সালের পঞ্চায়েতে ভোট লুঠ হয়েছে। ২০২৩ এর পঞ্চায়েত ভোটে এরকম হলে কংগ্রেসের যুবরা লাঠি হাতে মানুষজনকে সাথে নিয়ে তার মোকাবিলা করবে। তাই বেশি বেশি করে বুথস্তরে যুব সদস্য সংগ্রহে জোর দেওয়া হয়েছে। আমাদের টার্গেট ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচন। তারপর ২০২৪ এর লোকসভা নির্বাচন। যোগী আর মোদির মডেল করে দিদিও দাঙ্গার রাজনীতি করছে। দিদির আমলে বাংলায় চলছে খুন, জখম,রাহাজানি, লুঠতরাজ, এমজিএনআরইজিএস এর মতো বিভিন্ন প্রকল্পের টাকা লুঠ। এই সমস্ত লুঠতরাজ রুখে দেওয়া সহ আগামী পঞ্চায়েতে ভোট লুঠ রুখে দাঁড়াবে কংগ্রেস এবং মানুষের পাশে সব সময় কংগ্রেসের থাকতে প্রস্তুত।

    Habibpur Assembly হবিবপুর বিধানসভা কেন্দ্রে সংগঠনকে শক্ত করতে আসরে নামল ব্লক নেতৃত্ব।

    MORE NEWS – Bharatiya Majdur Sangha দিলীপ ঘোষ তাহেরপুরে ভারতীয় মজদুর সংঘের কর্মসূচিতে শামিল হলেন।

    নদীয়া:- তাহেরপুর 13 নম্বর ওয়ার্ডের এ ব্লকের 28 নম্বর রাস্তার বিদ্যুৎ বাহিনী ক্লাবের পাশে, ভারতীয় মজদুর সংঘের (Bharatiya Majdur Sangha) একটি অনুষ্ঠানে যোগদান করেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাথে উপস্থিত হয়েছিলেন চাকদাহ বিধানসভার বিধায়ক বঙ্কিম ঘোষ রানাঘাট দক্ষিণ সাংগঠনিক বিজেপি সভাপতি পার্থসারথি চ্যাটার্জী সহ বেশকিছু জেলা ভারতীয় মজদুর সংঘের নেতৃবৃন্দ। CONTINUE READING

    Bank Loan আত্ম হত্যা করলেই লোন থেকে মুক্তি, ব্যঙ্ক কর্মী কথা শুনে বিষপান করে আত্মঘাতী’ হলো এক গৃহবধূ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments