More
    Homeঅনান্যHabibpur Thana বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হবিবপুর থানা এলাকায়।

    Habibpur Thana বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হবিবপুর থানা এলাকায়।

    মালদাঃ- আবারও বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হবিবপুর থানার (Habibpur Thana) আইহো লালচাঁদ পুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোরবেলা বাড়ি দরজা খুলতে বারান্দায় বোমের মতো কিছু একটা পরে থাকতে দেখে বোমা সন্দেহ হওয়ায় এলাকবাসী জানালে তারা তরিঘরি হবিবপুর থানায় খবর দেওয়া হয়। এই নিয়ে এলাকায় আতঙ্কিত ছরিয়ে পরে।উল্লেখ হবিবপুর থানার আইহো অঞ্চলের লালচাঁদ পুর এলাকায় রবিবার সকালে রাজু পালের বাড়ির বারান্দায় বোম সন্দেহ আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় হবিবপুর থানায় খবর পেয়ে ছুটে আসে পুলিশ। তরিঘরি বোমা উদ্ধার করে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে বোম নিস্ক্রিয় করার ব্যবস্থা করাহয়।

    ঘটনা স্থালে এসে পৌঁছায় বোম স্কোয়ার টিম ও দমকলবাহিনী বোম নিস্ক্রিয় করার আগে পরিক্ষা করা পরে জানা গিয়েছে সেটি বোম না একটা কোটাকে বেধে বোমের আকার দেওয়ার চেষ্টা করে । পরে বোম নিস্ক্রিয় করার করার পরে। হবিবপুর থানার আই সি অমিতাভ সরকার জানান এটা বোম ছিলনা একটা কোটাকে বোমের আতঙ্ক ছড়ানো চেষ্টা, সেটা কে বা কারা বোমের মতো এই ভাবে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছে এই ঘটনার তদন্ত করে দেখা হছে।

    Habibpur Thana বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হবিবপুর থানা এলাকায়।

    MORE NEWS – Konnagar মাছ ধরতে গিয়ে কোন্নগরে গঙ্গায় ঝড়ের কবলে পড়ে নিখোঁজ এক মৎসজীবী।

    Today Kolkata:- মাছ ধরতে গিয়ে কোন্নগরে (Konnagar) গঙ্গায় ঝড়ের কবলে পড়ে নিখোঁজ এক মৎসজীবী। নিখোঁজ ব্যক্তির নাম দুলাল দাস ও বয়স 60,বাড়ি কোন্নগর বাটা এলাকায়। শনিবার বিকালে মাছ ধরতে গিয়ে মাঝ গঙ্গায় জাল ফেলেন দুলাল সহ তিন মৎসজীবী, হঠাৎ ঝড় ওঠায় নৌকা টলমল করতেই ঝাঁপ মারে তিন জন, প্রচন্ড ঝড়ে নৌকা ডুবিয়ে দেয় জলে। জলে পরে যান তিন মৎস্যজীবি। তিন মৎসজীবী সাঁতার কাটতে শুরু করে, প্রায় আধ ঘন্টা সাঁতরে দু’জন পারে ওঠে। দুলাল দাসকে পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে কোন্নগর বারো মন্দির ঘাটে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর, তিনি লঞ্চ নিয়ে তল্লাসী চালানোর উদ্যোগ নেন। CONTINUE READING

    Khardaha Thana ভুয়ো রাজ্য কনস্টেবল পরীক্ষার্থীকে গ্রেফতার করল খড়দহ থানার পুলিশ।

    Monkeypox Virus ক্রমবর্ধমান মাঙ্কিপক্স নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্বের স্বাস্থ্য কর্মকর্তারা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments