More
    Homeঅনান্যHealth Department স্বাস্থ্য ব্যবস্থার পরিষেবা নিয়ে বারাকপুর ডাক্তার বি.এন.বসু মহকুমা হাসপাতালের ভূমিকায়...

    Health Department স্বাস্থ্য ব্যবস্থার পরিষেবা নিয়ে বারাকপুর ডাক্তার বি.এন.বসু মহকুমা হাসপাতালের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।

    Today Kolkata:- স্বাস্থ্য ব্যবস্থার পরিষেবা (Health Department) নিয়ে বারাকপুর ডাক্তার বি.এন.বসু মহকুমা হাসপাতালের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, তড়িঘড়ি হাসপাতাল পরিদর্শনে সাস্থ সচিব, জেলা স্বাস্থ্য আধিকারিক, জেলাশাসক সহ প্রশাসনিক আধিকারিকগন। বেশ কয়েকদিন ধরে বারাকপুর মহাকুমা এলাকার গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল ডাক্তার বি.এন.বসু মহকুমা হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য ব্যবস্থার পরিষেবা নিয়ে অনেক অভিযোগ জমা পড়েছিল প্রশাসনের কাছে। অভিযোগের গুরুত্ব ছিল খুব ভয়ঙ্কর, বারাকপুর ডাক্তার বি.এন.বসু মহকুমা হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠছিল হাসপাতালে আসা রোগীদের ঠিকভাবে চিকিৎসা না করেই অন্য হাসপাতলে স্থানান্তরিত করে দেওয়া হতো, এমন অনেক রোগী আছে যে রোগীদের এই হাসপাতালেই চিকিৎসার পরিকাঠামো থাকা সত্বেও সেই রোগীদেরও অন্যত্র হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়ার ঘটনা ঘটেছে।

    এই ধরনের সব মারাত্মক অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারাকপুর প্রশাসনের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল। এই অভিযোগ পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর ডাক্তার বি.এন.বসু মহকুমা হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন, আর সেই কারণে তড়িঘড়ি মুখ্য সাস্থ সচিব নারায়ন স্বরূপ নিগম, জেলাশাসক সরোদ কুমার দ্বিভেদী, উত্তর ২৪ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক ডাক্তার তাপস রায়, মহকুমা শাসক অভ্র অধিকারী, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, বারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস সহ প্রশাসনের কর্তারা ব্যারাকপুর ডাক্তার বি.এন.বসু মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন। মুখ্য সাস্থসচিব নারায়ণ স্বরূপ নিগম হাসপাতালের রোগী ভর্তির রেজিস্টার খাতাও খতিয়ে দেখেন এবং হাসপাতাল সুপার থেকে শুরু করে অন্যান্য কর্মীদের ঠিকমতো পরিষেবা দেবার হুঁশিয়ারি পর্যন্ত দেন।

    Health Department স্বাস্থ্য ব্যবস্থার পরিষেবা নিয়ে বারাকপুর ডাক্তার বি.এন.বসু মহকুমা হাসপাতালের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।

    Panihati Municipality পানিহাটি পৌরসভার উপনির্বাচনে শেষ লগ্নে প্রচার।

    সংবাদ মাধ্যমের সামনে হাসপাতাল কর্মীদের গাফিলতির কথা সরাসরি স্বীকার না করলেও হাসপাতালে যে পরিকাঠামোগত অভাব রয়েছে, সেটা মেনে নিয়ে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে নেওয়া হবে এবং রোগীরা যাতে এই হাসপাতালেই চিকিৎসা ঠিকমতো পায় সেটাও গুরুত্বসহকারে দেখা হবে এমনটাই জানালেন সাস্থ সচিব। তিনি বলেন, ব্যারাকপুর ডাক্তার বি.এন.বসু মহকুমা হাসপাতালের থেকে ডাক্তার ও নার্সদের নিয়ে এক প্রতিনিধি দলকে রাজ্যের সুপার স্পেশালিটি বাঙ্গুর হাসপাতাল এ পাঠানো হবে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো বিষয়টি দেখে আসার জন্য, তাতে করে এই হাসপাতালেও তারা সেই ভাবে সুপরিকাঠামোগতভাবে রোগীদের পরিষেবা দিতে পারবেন। কিন্তু ব্যারাকপুর বি এন বোস মহাকুমা হাসপাতালে পরিকাঠামোগত অব্যবস্থার কথা স্বীকার করে নিলেন বারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, তার পাশাপাশি তিনি এও স্বীকার করেন হাসপাতালের সর্বোচ্চ জায়গায় ঘুরে বেড়ায় কুকুর এবং বিড়াল।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments