More
    Homeঅনান্যKanchrapara rail কাঁচরাপাড়া রেল কর্তৃপক্ষ পরিত্যক্ত কোয়ার্টারগুলি ভাঙার টেন্ডার।

    Kanchrapara rail কাঁচরাপাড়া রেল কর্তৃপক্ষ পরিত্যক্ত কোয়ার্টারগুলি ভাঙার টেন্ডার।

    Today Kolkata:- কাঁচরাপাড়া রেল (Kanchrapara rail) কর্তৃপক্ষ পরিত্যক্ত কোয়ার্টারগুলি ভাঙার টেন্ডার দেয়। সূত্রের খবর, এক প্রভাবশালী রাজনৈতিক নেতার ছত্রছায়ায় থাকা ঠিকাদার এর টেন্ডার পেয়েছে। রেলকে ওই পরিত্যক্ত কোয়ার্টারগুলি খালি করে দিতে হবে ঠিকাদারকে। সেই মোতাবেক শুক্রবার সকালে কাঁচরাপাড়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডে এরোড্রাম নিউ কলোনিতে পরিত্যক্ত কোয়ার্টার খালি করতে যায় রেলের আধিকারিক ও রেলরক্ষীবাহিনী। কিন্তু তাঁরা বাধাপ্রাপ্ত হন। স্থানীয় দুই কাউন্সিলরের নেতৃত্বে তৃণমূলের কর্মীরা বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, পরিত্যক্ত কোয়ার্টারগুলি দখল করে বসবাস করা মানুষদের পুনর্বাসন দিয়ে তা ভাঙতে হবে। যদিও এর আগে বেশ কয়েকবার অন্যান্য কলোনিতে পরিত্যক্ত কোয়ার্টারগুলি ভাঙতে গিয়েও বিক্ষোভের মুখে পড়তে হয়েছে রেল কর্তৃপক্ষকে।

    এদিনও তার ব্যতিক্রম হয়নি। তৃণমূলের বিক্ষোভের জেরে পরিত্যক্ত কোয়ার্টারগুলি না ভেঙেই ফিরে যেতে হয় রেল কর্তৃপক্ষকে। অভিযোগ, এই সব পরিত্যক্ত কোয়ার্টারগুলি একটি বিশেষ রাজনৈতিক দলের ছত্রছায়ায় লালিত কিছু দুষ্কৃতী ভাড়া খাটিয়ে রোজগার করে। এমনকি পরিত্যক্ত কোয়ার্টারগুলিতে বসবাসের জন্য মোটা টাকা সেলামিও লাগে। আরও অভিযোগ, শুধু রাজনৈতিক ছত্রছায়া নয়, একশ্রেণির উচ্চপদস্থ রেলের কর্মকর্তাও এই অসাধু চক্রে জড়িত। রেল ও স্থানীয় প্রশাসন সব জেনেও নিশ্চুপ।

    Kanchrapara rail কাঁচরাপাড়া রেল কর্তৃপক্ষ পরিত্যক্ত কোয়ার্টারগুলি ভাঙার টেন্ডার।

    Tatalpur Gram রাস্তার ধার থেকে এক বৃদ্ধের রক্তাক্ত অবস্থায় ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

    হাওড়া সিটি পুলিশের অধীনে বালি ট্রাফিক আই সি কল্যাণ চক্রবর্তীর উদ্যোগে বালি রবীন্দ্র ভবনে রক্তদান শিবির।

    MORE NEWS – বিদ্যালয়ে পানীয় জলের সমস্যা, এ নিয়ে বিক্ষোভ স্কুল পড়ুয়াদের।

    বিদ্যালয়ে পানীয় জলের সমস্যা, এ নিয়ে বিক্ষোভ স্কুল পড়ুয়াদের। সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। টানা লকডাউনে বন্ধ ছিল স্কুলে পঠন পাঠন। গত কয়েকদিন আগে সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলার মোথাবাড়ি থানার অন্তর্গত নয়াবাজার হাই স্কুলে (Nayabazar high school) শুরু হয় পঠন পাঠন। স্কুল খুলতেই পানীয় জলের সমস্যা নিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। ক্লাস বয়কটের ডাক দেয় তারা। স্কুল ছাত্র চন্দন মন্ডলের অভিযোগ, স্কুলে পানীয় জল নেই। আগে মোটর দিয়ে জল উঠতো, সেই জল স্কুলের ছাত্র-ছাত্রীরা পান করত, এখন তা বন্ধ। বাধ্য হয়ে তারা টিউবওয়েলের জল পান করত, বর্তমানে সেই সুবিধাও নেই।  CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments