More
    Homeঅনান্যKaton Maath কাটন মাঠ এলাকায় এক ব্যাক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।

    Katon Maath কাটন মাঠ এলাকায় এক ব্যাক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।

    Today Kolkata:- মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ঞা থানার অন্তর্গত কাটনা মাঠ (Katon Maath) এলাকায় হলদিয়া ফারাক্কা রাজ্য সরকার উপর একটি গেছে বৃহস্পতিবারের দিন এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। মৃত খুরশিদ আল মল্লিক নামের ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হবার পর বৃহস্পতিবার দিন বড়ঞা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে।

    Katon Maath কাটন মাঠ এলাকায় এক ব্যাক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।

    MORE NEWS – মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকা দখলকারীদের উচ্ছেদ করল ইংরেজবাজার পৌরসভা।

    মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় হাই ড্রেন দখলকারীদের উচ্ছেদ করল ইংরেজবাজার
    পৌরসভা। দুইদিন আগে জবরদখল তুলে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এরপরেও হোটেল এবং অন্যান্য দোকান সরান নি ব্যবসায়ীরা। বুধবার সকাল দশটা নাগাদ নিজে দাঁড়িয়ে থেকে জেসিবি মেশিন দিয়ে উচ্ছেদ করা হয় হাইড্রেন দখলকারীদের। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, CONTINUE READING

    MORE NEWS – স্কুল যাওয়ার রাস্তায় ভাঙা ব্রিজ, ব্রিজ সারাই এর দাবিতে পথ অবরোধ।

    স্কুল যাওয়ার রাস্তায় ভাঙা ব্রিজ। বহু পথ ঘুরে স্কুল পৌছাতে হয়। ব্রিজ সারাই এর দাবিতে পথ অবরোধ (Road strike)। এতদিন স্কুল বন্ধ ছিলো তাই ছাত্র,ছাত্রী রাও চুপ ছিলো। স্কুল খুলতেই তারা প্রতিবাদে নামে। একমাত্র যাতায়াতের রাস্তার ভাঙ্গা ব্রিজের মেরামতের দাবিতে চারবছর আগে পথ অবরোধ করেছিলো। তখন প্রশাসন আশ্বাস দেওয়ায় অবরোধ প্রত্যাহার করা হয়। তরপর করোনা সহ একাধিক কারনে স্কুল বন্ধ ছিলো। CONTINUE READING

    MORE NEWS – ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালালো বালুরঘাট পৌরসভা।

    বালুরঘাট পৌর (Balurghat Municipality )এলাকার ফুটপাত দখল করে অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ব্যবসা করে যাচ্ছে। ফুটপাথ দখল থাকায় চলাফেরায় অসুবিধা হচ্ছে সাধারণ পথচারীদের। এবার ফুটপাত দখলমুক্ত করতে বালুরঘাট পৌরসভা (Balurghat Municipality )। বুধবার দুপুরে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রের নেতৃত্বে অভিযান চালালো বালুরঘাট পৌরসভা। এদিনের এই অভিযানে অশোক মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন ভায়েস চেয়ারম্যান প্রদিপ্তা চক্রবর্তী, mcic মহেশ পারাখ, ডিএসপি ট্রাফিক বিল্ল মঙ্গল সাহা, বালুরঘাট থানার ic শান্তি নাথ পাঁজা সহ অন্যান্যরা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments