More
    HomeখবরKhela divas খেলা হবে দিবসে বাংলার খেলোয়াড়দের স্বপ্ন পূরণের আশ্বাস মুখ্যমন্ত্রীর।

    Khela divas খেলা হবে দিবসে বাংলার খেলোয়াড়দের স্বপ্ন পূরণের আশ্বাস মুখ্যমন্ত্রীর।

    Today Kolkata:- “বাংলার যুবদের এত উচ্ছ্বাস দেখে আমি আপ্লুত। খেলার জন্য তাদের উদ্দীপনা প্রকৃত অর্থেই তারিফযোগ্য। পশ্চিমবঙ্গ সরকার এ রাজ্যের যুব সম্প্রদায়কে সর্বদা খেলাধুলোর জন্য উৎসাহ জোগাবে। তাদের স্বপ্নপূরণের লক্ষ্যে সমর্থন দেবে সরকার।” মঙ্গলবার সন্ধ্যায় খেলা হবে দিবস (khela divas) উদযাপন নিয়ে একটি ভিডিও পোস্ট টুইট করে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে ১৬ অগাস্ট রাজ্যজুড়ে ‘খেলা হবে’ দিবস পালিত হয়েছে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে। মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। অনুষ্ঠানে হাজির ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া দফতরের রাষ্ট্রমন্ত্রী মনোজ তিওয়ারি-সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা। এদিন খেলা হবে দিবসে বাংলার যুবকর উত্তেজনা দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! গত রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “১৬ অগাস্ট থেকে আন্দোলন আবার শুরু হবে খেলা হবে দিবস। রাস্তায় নামতে হবে। রাস্তাই আমাদের রাস্তা দেখাবে।

    সেদিন থেকেই নতুন করে আরও একটি রাজনৈতিক যুদ্ধ শুরু হবে। সকলের উদ্দেশে তিনি আহ্বান জানান, “খেলা হবে, সকলে খেলা হবে দিবসে অংশগ্রহণও করবেন। একটু খেলাধুলো করবেন। খেলতে খেলতে রাস্তায় মিছিল করুন না… ভাল লাগবে।” মুখ্যমন্ত্রীর কথা মতোই মঙ্গলবার রাস্তায় নামেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। রাজ্যের একাধিক জায়গায় শাসক দলের নেতা নেত্রীরা রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করেন। এদিনের মিছিলের মূল উদ্দেশ্য ছিল, কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষতার প্রশ্নে সরব হওয়া এবং মূল্যবৃদ্ধির নিয়ে কেন্দ্রীয় সরকারের নীরবতাকে চ্যালেঞ্জ। অনুষ্ঠানে কমনওয়েলথ গেমসে বাংলার দুই সফল ক্রীড়াবিদ স্বর্ণপদকপ্রাপ্ত অচিন্ত্য শিউলি ও ব্রোঞ্জপদকপ্রাপ্ত সৌরভ ঘোষালকে বিশেষ সম্মান জানানো হয়। ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের তরফে তাঁদের আর্থিক সাহায্যও করা হয়।

    Khela divas খেলা হবে দিবসে বাংলার খেলোয়াড়দের স্বপ্ন পূরণের আশ্বাস মুখ্যমন্ত্রীর।

    Weather Update Dakkhinbanga উত্তরে মেঘলা আকাশ, দক্ষিণে অস্বস্তির পূর্বাভাস আবহাওয়া দফতরের।

    MORE NEWS – মোদির জন্মদিনে দেশজুড়ে মেগা রক্তদান শিবির।

    ১৭ সেপ্টেম্বর ভারত জুড়ে মেগা রক্তদান অভিযানের আয়োজন করেছে অখিল ভারতীয় তেরাপন্থ যুবক পরিষদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্মদিন উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তদান জীবন দান মহৎ দান। তাই এই দানের মধ্য দিয়েই নিজের জন্মদিন পালনের সার্থকতা এক পরম তৃপ্তি যোগায়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments