More
    Homeঅনান্যLadakh লাদাখে এক ভয়ংকর বাস দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর 7 জওয়ান প্রাণ...

    Ladakh লাদাখে এক ভয়ংকর বাস দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর 7 জওয়ান প্রাণ হারালেন।

    Today Kolkata:- লাদাখে (Ladakh) এক ভয়ংকর বাস দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর 7 জওয়ান প্রাণ হারালেন। এই দুর্ঘটনায় জখম হয়েছেন আরও 19 জন জওয়ান। তাঁদের পরিস্থিতি বেশ সংকটজনক বলে বলা হয়েছে। শুক্রবার লাদাখে একটি সামরিক বাসে 26 জন জওয়ানকে নিয়ে যাওয়া হচ্ছিল। লাদাখের কাছে সিয়াচেন অঞ্চলে তুর্তুক জেলায় ঘটে দুর্ঘটনাটি। বাসের চাকা হঠাৎ করেই স্লিপ করে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের খাদে প্রায় 60 ফুট নিচে সিয়ক নদীর ওপর পড়ে যায়। শুরু হয় উদ্ধারকাজ। মোট 26 জন জওয়ান ছিলেন ঐ বাসে। প্রত্যেককেই আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু তাঁদের মধ্যে 7 জওয়ান শহীদ হয়ে যান। ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, আহত 19 জওয়ানকে বায়ু সেনার সি-17 এয়ারক্রাফ্টে করে হরিয়ানার পাঁচকুল্লার চন্ডীমন্দির কমান্ড হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

    এঁদের মধ্যে অনেকেরই অবস্থা সঙ্কটজনক বলা হয়েছে। জওয়ান এই মর্মান্তিক দুর্ঘটনা এবং শহীদ হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি টুইট বার্তায় মোদী লিখেছেন, “ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের এই মর্মান্তিক বাস দুর্ঘটনা ও যে সাত সাহসী সেনা জওয়ানকে আমরা হারালাম তাঁদের জন্যে গভীর শোক জ্ঞাপন করছি। তাঁদের আত্মীয় পরিজনের পাশে আছি। যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি। তাঁদের সুস্থ করে তোলার জন্যে আমি সব রকম সহযোগিতার আশ্বাস দিচ্ছি।”

    Ladakh লাদাখে এক ভয়ংকর বাস দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর 7 জওয়ান প্রাণ হারালেন।

    MORE NEWS – Avishek Banerjee দলের বিভীষণদের চিহ্নিত করেছি, হলদিয়ার সমাবেশ থেকে কড়া বার্তা অভিষেকের।

    Today Kolkata:- হলদিয়া শ্রমিক সমাবেশে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Banerjee)। রাজ্যের শিল্পের অভিমুখ বোঝাতে এই সমাবেশ। সেখানে কী বার্তা দেবেন সাংসদ, সেদিকে তাকিয়ে সকলে। কী বার্তা দিলেন অভিষেক? কাল হলদিয়ায় প্রকৃত স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এই প্রথম দলীয় কর্মীরা বলেছেন, নেতারা শুনেছে। কাল প্রায় ৫০ জন কর্মী বক্তব্য রেখেছেন। সবকথা আমার কাছে এসে পৌঁচেছে। CONTINUE READING

    MORE NEWS – Malda Puratonbazar এক সবজি বিক্রেতার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।

    মালদা,২৮ মে:- বাড়ির বারান্দা থেকে এক সবজি বিক্রেতার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদার (Malda Puratonbazar) নতুন পল্লী এলাকায়। শনিবার সকালে পরিবারের লোকেরা দরজা খুলতেই তাদের নজরে পড়ে ঝুলন্ত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments