More
    Homeঅনান্যMalda Thana চুরির ভিত্তিতে পুরো ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ।

    Malda Thana চুরির ভিত্তিতে পুরো ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ।

    মালদা:- গত মঙ্গলবার বিকেলে পুরাতন মালদা শহরের ১০ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ী পাড়াসামনডী এলাকায় ফকিরের বেশে ফাঁকা বাড়িতে ঢুকে এক মহিলা শোকেসের আলমারি খুলে দুই ভরি সোনার গহনা এবং নগদ ৩৫ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়। সন্ধ্যায় বাড়ির লোকজনের নজরে আসে ঘরের শোকেসের আলমারি খোলা এবং জিনিসপত্র লন্ডভন্ড হয়ে রয়েছে। তৎক্ষণাৎ মালদা থানার (Malda Thana) পুলিশে খবর দেওয়া হয়। মালদা থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। ওই এলাকার বেশ কিছু সিসি ফুটেজ জোগাড় করা হয়। সিসি ফুটেজে ফকির বেশধারী মহিলাটিকে বাড়িতে ঢুকতে এবং বেড়াতে দেখা যায়। স্থানীয় লোকজনের বক্তব্য গতকাল ওই মহিলাকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছে।

    চুরি যাওয়া গৃহস্থ বাড়ির গৃহবধূ জানান খুব কষ্ট করে ওই টাকাগুলো এবং সোনা জোগাড় করে রেখেছিলেন। কিন্তু কিভাবে সবার অজান্তে চুরি করে নিয়ে গেল কিছু বুঝে উঠতে পারছেন না তিনি। পুলিশের কাছে সঠিক তদন্তের দাবি এবং চুরি যাওয়া জিনিস যেন উদ্ধার করে দেওয়া হয় সেই আবেদন জানান তিনি। সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে পুরো ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ।

    Malda Thana চুরির ভিত্তিতে পুরো ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ।

    MORE NEWS – মাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় মালদার মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জানালো জেলা পুলিশ।

    মাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় মালদার ১৪ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জানালো জেলা পুলিশ। এবারের মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের মাদ্রাসা পরীক্ষায় মালদার যারা রাজ্যের  প্রথম থেকে দশম স্থানের মধ্যে নিজেদের সাফল্য ধরে রেখেছেন, সেরকমই ১৪ জন জেলার কৃতি ছাত্র-ছাত্রীকে, CONTINUE READING

    MORE NEWS – বাংলাদেশে পদ্মা সেতু কোটি মানুষের স্বপ্নের সেতু।

    বাংলাদেশে পদ্মা সেতু (Padma Setu) কোটি মানুষের স্বপ্নের সেতু। এটি কেবল সেতুই নয়, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা আর আত্মমর্যাদার প্রতীক। কোটি মানুষের সেই স্বপ্ন এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে। অপেক্ষার প্রহর প্রায় শেষ। বহুল প্রতীক্ষিত সেতুটি আগামী ২৫ জুন সকাল ১০টায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উদ্বোধন করবেন। পরদিন ভোর ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে সেতুটি। এই পদ্মা সেতুর কারণে ভাগ্যের দুয়ার খুলবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের। খুলনা ও বরিশাল বিভাগসহ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলাকে এতদিন বিচ্ছিন্ন করে রেখেছিল পদ্মার বিপুল জলরাশি। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments