More
    HomeখবরMeghalaya Election 2023 “গত ৫ বছর ধরে একটা অপদার্থ সরকার চলছে ,”...

    Meghalaya Election 2023 “গত ৫ বছর ধরে একটা অপদার্থ সরকার চলছে ,” মেঘালয়ে প্রচারে সরব তৃণমূল কংগ্রেস।

    Today Kolkata:- Meghalaya Election 2023 আগামী সোমবার মেঘালয়ে বিধানসভা ভোট। তার আগে আজ মেগা প্রচার মেঘালয়ে। মেঘালয়ের তুরার অন্তর্ভুক্ত রাজাবালা এলাকায় আজ জনসভা তৃণমূল কংগ্রেসের। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisherk Banerjee)।

    ইতিমধ্যেই লাগাতার প্রচার সেরে গিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায় (Abhisherk Banerjee) । মেঘালয়ের নির্বাচন জিততে মরিয়া তৃণমূল কংগ্রেস শিবির। এই অবস্থায় মেঘালয়ের শেষ মুহূর্তের প্রচার থেকে ঝড় তুলতে চায় জোড়া ফুল শিবির। যে কয়েকটি বিষয়ের উপরে জোর দিয়ে তৃণমূল কংগ্রেস মেঘালয়ে লড়াই করছে। অনেকের প্রশ্ন হচ্ছে, আমরা যে কাজ করব বলছি, আর্থিক সাহায্য করছি, তাতে আমাদের কাছে এত অর্থ আসবে কোথা থেকে ? এই রাজ্যেই অর্থ আছে। যার অধিকার আছে এই রাজ্যের মানুষেরই। আমরা সেটি পাইয়ে দিতে সচেষ্ট। এখানে গত ৫ বছর ধরে একটা অপদার্থ সরকার চলছে।’ দাবি তৃণমূলের।

    বিজেপি, এনপিপি-র মতো দলগুলিকে আক্রমণ করে অভিষেক (Abhisherk Banerjee) আরও বলেছিলেন, ‘বিরোধীরা বলছে, আমরা নাকি বহিরাগত দল। আমরা নাকি মেঘালয় সম্পর্কে কিছু জানি না। আমরা চ্যালেঞ্জ করে বলছি, যারা আমাদের চ্যালেঞ্জ করছেন, তারা মেঘালয় নিয়ে কোনও ভিশন প্রকাশ করতে পারেনি। আমি কোন রাজনৈতিক দলের নাম নিচ্ছি না। রাজ্যের জন্য কে, কী, করেছেন রাজ্যের জন্য তা মানুষ দেখতে পাচ্ছে।আমরা একমাত্র দল যারা শুধু কথা বলে থেমে থাকি না। আমরা কাজটাও করি।

    Meghalaya Election 2023 “গত ৫ বছর ধরে একটা অপদার্থ সরকার চলছে ,” মেঘালয়ে প্রচারে সরব তৃণমূল কংগ্রেস।

    North Bengal পাহাড়ের বাসিন্দারা পেতে চলেছেন জমির পাট্টা, উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    ১) সামাজিক প্রকল্পের প্রসার৷ ২) সবার ঘরে ঘরে খাদ্য নিয়ে যাওয়া। ৩) কৃষিকাজের জন্য কৃষকদের আর্থিক সাহায্য। কৃষিজাত পণ্য যথাযথ ভাবে বিক্রির ব্যবস্থা। ৪) স্বাস্থ্য পরিকাঠামো যথাযথ করা৷ বিশেষ করি নতুন মেডিক্যাল কলেজ। মহিলা ও শিশুদের জন্য হাসপাতাল। স্বাস্থ্যসাথীর ধাঁচে মেঘালয় স্বাস্থ্য বিমা ও ওষুধের দোকানে ছাড়। ৫) প্রতি ব্লকে মডেল স্কুল। শিক্ষার মান বৃদ্ধি। ৬) ঘরে ঘরে জল। ২৪ ঘণ্টার বিদ্যুৎ৷ ভালো সড়কপথ।

    ৭) মিউজিক, স্পোর্টস, হেরিটেজের জন্য ব্লক লেভেলে কাজ হবে। স্পোর্টস ইউনিভার্সিটি। প্রতি জেলায় স্টেডিয়াম। মিউজিক প্রমোশন বোর্ড। পর্যটনের আরও প্রচার। ৮) ঐতিহাসিক স্থান, ধর্মীয় স্থানের যথাযথ সংরক্ষণ। ৯) অসম-মেঘালয় সীমানা সমস্যা মেটানো। চেক পোস্ট থাকতেই হবে৷ ১০) WE card ও MYE Card চালু করা৷

    ইতিমধ্যেই মেঘালয়ে ভিশন ডকুমেন্টস প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। সেই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisherk Banerjee) আগেই বলেছিলেন, “এটা একটা বই নয়। যেখানে ১০ টি পয়েন্ট শুধু লিখে রাখা আছে। এটা আমাদের অঙ্গীকার। আর আমরা এটা করেই দেখাবো। আমাদের মিশন মেঘালয়ে রাজ্যের মানুষের জন্যই কাজ করার কথা উল্লেখ আছে। সাধারণ মানুষের কথা শুনেই কাজ করা হবে। সাধারণ মানুষের স্বার্থ বিরোধী হবে, এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। তৃণমূল স্তরের মানুষের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments