More
    HomeখবরNabanna Karmosangsthan রাজ্যে আরও ৫টি শিল্পতালুকের ঘোষণা নবান্নের, কর্মসংস্থানের সুযোগ।

    Nabanna Karmosangsthan রাজ্যে আরও ৫টি শিল্পতালুকের ঘোষণা নবান্নের, কর্মসংস্থানের সুযোগ।

    Today Kolkata:- Nabanna Karmasangsthan শীঘ্রই রাজ্যে আরও ৬০০ কোটি টাকার বিনিয়োগ আসতে চলেছে। এর ফলে ৫টি নতুন শিল্পতালুক গড়ে উঠবে। ১৮ শিল্প সংস্থা এই বিপুল পরিমাণ টাকা বিনিয়োগের ইচ্ছে প্রকাশ করেছে বলে জানা গিয়েছে। বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে চলেছে রাজ্যে। এই সংস্থাগুলিতে চার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে।বৃহস্পতিবারই রাজ্য মন্ত্রিসভা শিল্প তালুকে তাদের জমি দিতে ছাড়পত্র দিল। এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ” রাজ্য সরকার পাঁচটি নতুন শিল্প তালুক তৈরির সিদ্ধান্ত গ্রহণ করেছে”। তবে কোথায় সেই শিল্প তালুক তৈরি হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। জানা যায়, রাজ্যে এই মুহূর্তে প্রায় ৬৪টি শিল্প তালুক রয়েছে। যেসব শিল্প তালুকে জমি পড়ে রয়েছে, তা কাজে লাগানোর কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    রাজ্য সরকার শিল্প তালুক গড়ার লক্ষ্যে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করতে নূন্যতম জমির পরিমান দশ একরের বদলে পাঁচ একর করেছে। এর পাশাপাশি বেশ কিছু ছাড়ের কথাও ঘোষনা করেছে। কিন্তু সেক্ষেত্রে এখনও বিশেষ সাড়া পাওয়া যায়নি।জমি-নীতিরও সরলীকরণ করেছেন। এবার ৫টি নতুন শিল্পতালুক করতে ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা। অর্থমন্ত্রী জানিয়েছেন, ১৮ টি সংস্থার মধ্যে চারটিকে খড়গপুর বিদ্যাসাগর শিল্প তালুক, পানাগড় শিল্প তালুক ও নৈহাটির ঋষি বঙ্কিম শিল্প তালুকে জায়গা করে দেওয়া হয়েছে। এই সংস্থাগুলি হল সি জি ফুডস প্রাইভেট লিমিটেড, বার্জার পেন্টস, এস এস গ্লোবাস স্পিরিট ও জুভিলেন ফুড ওয়র্কাস। প্রসঙ্গত, আগামী কয়েক বছরের মধ্যে ৫০ লাখ কর্মসংস্থান হবে বলে আগেই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    Nabanna Karmosangsthan রাজ্যে আরও ৫টি শিল্পতালুকের ঘোষণা নবান্নের, কর্মসংস্থানের সুযোগ।

    Education Minister জট কাটাতে পারব’, প্রাথমিক চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে আশ্বাস শিক্ষামন্ত্রীর।

    তাঁর লক্ষ্য শিল্পে বিনিয়োগ আনা। বিনিয়োগ আনলেই আরও বেশি কর্মসংস্থান তৈরি হবে বলে তাঁর আশা। আর সেই লক্ষ্যেই রাজ্যের শিল্প তালুকগুলিতে সাইকেল হাব তৈরি পাশাপাশি একাধিক ক্ষেত্রে বিনিয়োগ আসছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই ক্ষুদ্র- মাঝারি ও কুটির শিল্প দপ্তর এক জানালা নীতি গ্রহণ করেছে। সে ক্ষেত্রে বিনিয়োগের গতি আরো বাড়ানো যাবে বলে মনে করছে নবান্নের উচ্চ পর্যায়ের আধিকারিকরা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments