More
    HomeখবরNadia নদিয়া সফরে মুখ্যমন্ত্রী, নজরে রাজনৈতিক সভা।

    Nadia নদিয়া সফরে মুখ্যমন্ত্রী, নজরে রাজনৈতিক সভা।

    Today Kolkata:- মঙ্গলবার থেকেই তিন দিনের নদিয়া (Nadia) সফর শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নবান্ন সূত্রে জানা গিয়েছে, হেলিকপ্টারের সফর করেন মুখ্যমন্ত্রী। সেইমতো এদিন হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে কৃষ্ণনগর স্টেডিয়ামের হেলিপ্যাডে নামার ব্যবস্থা করা হয়। বুধবার কৃষ্ণনগর গভর্মেন্ট কলেজের মাঠে রাজনৈতিক সভা করার কথা তাঁর। এই প্রথমবার নদিয়ার বিখ্যাত রাস উৎসবেও সামিল হতে পারেন। এদিকে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার সম্ভাবনা। তাই তার আগে মুখ্যমন্ত্রীর জেলা সফল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। পঞ্চায়েত নির্বাচনের আগে এই রাজনৈতিক সভা থেকেই কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল নেত্রী বার্তা দিতে পারেন বলে অনুমান।

    প্রশাসন সূত্রেও জানা গিয়েছে, বৃহস্পতিবারও নদিয়া জেলাতেই প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। রানাঘাট পুলিশ জেলার ছাতিমতলা আমবাগান মাঠ এলাকায় প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠক থেকেই নদিয়া জেলার একাধিক প্রকল্প উন্নয়ন ও শিলান্যাস করার কথা রয়েছে। তাছাড়া পঞ্চায়েত নির্বাচনের আগেই বিভিন্ন ব্লকের বাকি কাজগুলি যাতে দ্রুত শেষ করা হয় সে বিষয়েও নদিয়ার প্রশাসনিক বৈঠক থেকে নির্দেশ দিতে পারেন মমতা।

    Nadia নদিয়া সফরে মুখ্যমন্ত্রী, নজরে রাজনৈতিক সভা।

    বিজেপির রাজ্য নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের দলেরই যুব মোর্চার আইটি সেলের ইনচার্জের।

    MORE NEWS – গরু পাচার মামলায় পলাতক বিনয় মিশ্র, ঘোষণা দিল্লি আদালতের।

    সিবিআইয়ের আরজিতে সাড়া। গরু পাচার মামলায় বিনয় মিশ্রকে পলাতক ঘোষণা করল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। এই মামলায় বারবার তলব করে, নোটিস পাঠিয়ে, এমনকী বাড়িতে লোক পাঠিয়েও খোঁজ মেলেনি বিনয় মিশ্রের। বিশেষ সিবিআই আদালতে এই কথা জানিয়েছিলেন সিবিআই-এর আইনজীবীরা। এরপরই তাঁকে সরকারিভাবে পলাতক ঘোষণা করল আদালত। এবার বিনয় মিশ্রকে যে কোনও জায়গা থেকে গ্রেপ্তার করতে পারে পুলিশ। এ বিষয়ে ভিনরাজ্য ও ভিনদেশের সঙ্গে যোগাযোগ করা হবে সিবিআইয়ের তরফে, এমনটাই খবর। CONTINUE READING

    MORE NEWS – বঙ্গোপসাগরে তৈরি সাইক্লোনিক সার্কুলেশন, ফের কি বৃষ্টি?

    চলতি বছর শুরু থেকেই রাবণ বৃষ্টির চোখ রাঙানি সহ্য করতে হচ্ছে বঙ্গবাসীকে। বর্ষায় মেঘভাঙা বৃষ্টি না হলেও সারা বছর কখনও হালকা-মাঝারি আবার কখনও বা ভারি চলছেই। আইএমডি-র ওয়েদার আপডেট অনুযায়ি, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর সন্নিহিত এলাকায় সাইক্লোনিক সার্কুলেশনের জেরে আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন হওয়ার সম্ভাবনা৷ CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments