More
    Homeঅনান্যNapur Sharma নূপুর শর্মার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কাশিনগর বাজারে ধিক্কার মিছিল ও...

    Napur Sharma নূপুর শর্মার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কাশিনগর বাজারে ধিক্কার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

    Today Kolkata:– মুসলিম ধর্মীয় মনীষীদের মধ্যে শ্রেষ্ঠ মনীষী, নবী করিম সা: কে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে রায়দিঘী বিধানসভা কাশিনগর বাজারে বিক্ষোভ মিছিল করলেন এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষ। এই কর্মসূচীর সমগ্র আয়োজন করেন মথুরাপুর দুই নম্বর ব্লক তৃনমূল কংগ্রেস মাইনরিটি সেল। এদিন বৈকালে প্রায় দুই থেকে তিন হাজার মানুষের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল শুরু হয় গোটা কাশিনগর বাজার পরিক্রমা করে অবশেষে একটি পথ সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে বিজেপির মুখপাত্র নুপুর শর্মাকে (Napur Sharma) গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তীর দাবী তোলেন আয়োজকরা। এবং হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষের সঙ্গে সুভাতৃত্ব বজায় রাখার অনুরোধ করেন। এদিনের মিছিলে ও পথসভায় উপস্থিত ছিলেন দক্ষিন ২৪ পরগনা জেলার মাইনরিটি সেলের সভাপতি আবুল কাসেম রসুলি, প্রাক্তন দক্ষিন ২৪ পরগনা জেলার ইমাম হাফেজ রহিসুদ্দিন পুরকাইত।

    বারুইপুর এডভাইজার ও বিশিষ্ঠ সমাজসেবী আ: রহমান সাহেব, মথুরাপুর ব্লক২ তৃনমূল কংগ্রেস মাইনরিটি সেলের সভাপতি রউফ হোসেন মোল্লা, মথুরাপুর ব্লক২ মাইনরিটি সেলের জেনারেল সেক্রেটারি হাফেজ আইউব আলী বৈদ্য (ইমাম গজমুড়ি জামে মসজিদ), হাফেজ জামসেদ জমাদার বাড়ি ভাঙ্গা কুরানিয়া মাদ্রাসা, এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গ্রামের মসজিদের ইমাম ও এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষজনরা। তাদের দাবী না মানলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন আয়োজকরা।

    Napur Sharma নূপুর শর্মার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কাশিনগর বাজারে ধিক্কার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

    সেবা সুশাসন এবং গরিব কল্যাণ উপলক্ষে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির ডাকে এক মহা মিছিল।

    MORE NEWS – বেআইনি বা অবৈধ ভাবে পার্কিং করা গাড়ির মালিককে জরিমানা দিতে হবে।

    যদি কোনও ব্যক্তি ভুলভাবে (বেআইনি বা অবৈধভাবে ) পার্ক করা গাড়ির ছবি পাঠায়, তাহলে সে ৫০০ টাকা পুরস্কার পাবে। শীঘ্রই এমন একটি আইন আনতে যাচ্ছে কেন্দ্র সরকার। একই সঙ্গে বেআইনি বা অবৈধ ভাবে পার্কিং করা গাড়ির মালিককে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি। দিল্লিতে একটি ইভেন্টে ভাষণ দেওয়ার সময়, নীতিন গড়করি বলেন যে, তিনি রাস্তায় বেআইনি বা অবৈধভাবে পার্ক করা গাড়ির প্রবণতা রোধে একটি আইন আনার কথা ভাবছেন। কেন্দ্ৰীয় মন্ত্রী নিতিন গড়করি বলেছেন, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments