More
    Homeঅনান্যParuria Rajpara প্রত্যেক গ্রামে গিয়ে তাদের সমস্যা সমাধান করছেন যুব সভাপতি গৌতম...

    Paruria Rajpara প্রত্যেক গ্রামে গিয়ে তাদের সমস্যা সমাধান করছেন যুব সভাপতি গৌতম অধিকারী।

    Today Kolkata:- সামনে পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উন্নয়নের পথে ১১বছর পূরন হওয়ার ফলে ১১বছর পূর্তি উপলক্ষ্যে এই প্রচার । ডা: হা: ১নম্বর ব্লক যুব সভাপতি গৌতম অধিকারীর নেতৃত্বে পারুলিয়া অঞ্চলে (Paruria Rajpara) সকল মানুষের তাদের সমস্যা সমাধান করতে রাজপাড়া,শেখ পাড়া সহ প্রত্যেক পাড়ায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে হাজির হয়। সঙ্গে ছিলেন পম্পা হালদার সহ আরও অন্যান্য অঞ্চলের নেতা কর্মীরা। ডা:হা: ব্লক২ যুব সভাপতি গৌতম অধিকারী বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকারের একাধিক প্রকল্পকে সামনে রেখে এই অনুষ্ঠান করা হচ্ছে।

    লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, কৃষকবন্ধু, সবুজ সাথী, দুয়ারে রেশন থেকে শুরু করে একাধিক প্রকল্প সফল হওয়ার ফলেও যাহারা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তাই এমন উদ্যোগ। এবং রাজ্য সরকারের এই সুযোগ সুবিধা থেকে যাহারা বঞ্চিত হচ্ছে ব্লক২ যুব সভাপতি তাদের বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক মানুষ কে জিজ্ঞেস করছেন ,এবং দ্রুত সমাধান করার চেষ্টা করেন। লক্ষ্মীর ভান্ডার থেকে কেউ বঞ্চিত হচ্ছেন কি না,অনেকে হাত তুললে তিনি জানান সামনে দুয়ারে সরকার প্রকল্প চালু হবে সেখানেই সেই প্রকল্পের আওতায় আসবেন,পাবেন লক্ষ্মীর ভান্ডার পরিষেবা। পাশাপাশি রাজ্য সরকারের এগারো বছর পূর্নতার সমস্ত প্রকল্পের প্রচার করেন।

    Paruria Rajpara প্রত্যেক গ্রামে গিয়ে তাদের সমস্যা সমাধান করছেন যুব সভাপতি গৌতম অধিকারী।

    MORE NEWS -TMC বস্ত্র বিপনী সংস্থার বিরুদ্ধে আন্দোলনের হুমকি তৃণমূল কাউন্সিলারের।

    ডানকুনি, হুগলি:- এলাকার ছেলেদের কাজে না নেওয়ার জন্য বস্ত্র বিপনী সংস্থার বিরুদ্ধে আন্দোলনের হুমকি তৃণমূল (TMC) কাউন্সিলারের। ঘটনাটি গতকাল ঘটেছে ডানকুনিতে। সোশ্যাল মিডিয়ায় লাইভ করে আন্দোলনের পছন্ন হুমকি দেন ডানকুনি পুরসভার ১৮ নং ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলার সূর্য দে। ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড়। কটাক্ষ বিরোধীদের, জানা গেছে “ডানকুনি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে একটি বস্ত্র বিপনী সংস্থার শো-রুমের বহুতল আবাসন নির্মাণ হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ওই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ওই নির্নিয়মান বহুতলের ভিতরে মধ্যে প্রবেশ করে কর্মরত কর্মীদের উদ্দেশ্যে কাউন্সিলার বলছেন, CONTINUE READING

    Kashiram Das সিঙ্গি গ্ৰামে বসে মহাভারত অনুবাদ করেছিলেন বাংলায় মহাকবি কাশীরাম দাস।

    Malda Medical College মালদা মেডিকেল কলেজ চত্বরেই এক মহিলাকে গণধর্ষণের চেষ্টা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments