More
    Homeঅনান্যPaschim Medinipur জেলা সফরে এসে প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    Paschim Medinipur জেলা সফরে এসে প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    Today Kolkata:- চলতি মাসে ১৭ তারিখ পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur) জেলা সফরে এসে প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেখানেই জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরার কাছে প্রশ্ন করেছিলেন জেলা পরিষদের দুটি কর্মাধ্যক্ষ কেন নিয়োগ হয়নি? কিছুটা ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী।দ্রুত নিয়োগের আদেশ দেন। প্রসঙ্গত লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন রমাপ্রসাদ গিরি এবং অমূল্য মাইতি।যারা জেলাপরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন। ফলত প্রায় এক বছর এই দুটো কর্মাধ্যক্ষ বাকি ছিল। কিছুটা ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশের দশ দিনের মধ্যেই শুক্রবার নির্বাচিত দুই কর্মাধ্যক্ষ শপথ নেন। কৃষি ও সেচ দফতরের কর্মাধ্যক্ষ হন গোয়ালতোড় থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য চন্দন সাহা, এবং খাদ্য দফতরের কর্মাধ্যক্ষ হন ডেবড়া থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্যা কনিকা মান্ডি।

    Paschim Medinipur জেলা সফরে এসে প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    MORE NEWS – বিদ্যালয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক দশম শ্রেণীর ছাএী।

    মালদাঃ- বিদ্যালয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক দশম শ্রেণীর ছাএী। ঘটনাটি মানিকচকের কোরিয়া সুলতানপুর এলাকার। পাঁচদিন কেটে গেলেও এখন পর্যন্ত মেলেনি কোন সন্ধান। ফলে দুঃচিন্তাই ঘুম উড়েছে ছাএীর পরিবার পরিজনদের।নিখোঁজ ছাএীর খোঁজ পেতে মানিকচক থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন পরিবারের লোকজন। পরিবার সূএে জানা গেছে, নিখোঁজ স্কুল ছাএীর নাম সালমা খাতুন(১৭)। CONTINUE READING

    MORE NEWS – রহস্যজনক অবস্থায় শোবার ঘর থেকে গ্যাস বটলিং প্লান্টের এক কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার।

    মালদা, ২৭ মে:- রহস্যজনক অবস্থায় শোবার ঘর থেকে গ্যাস বটলিং প্লান্টের এক কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা থানার আমতলা এলাকায়। শুক্রবার সকালে ওই যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, নারায়ণপুর এলাকার একটি গ্যাস বটলিং প্লান্ট সংস্থায় কাজ করে নিয়মিত বেতন পাচ্ছিলেন না ওই যুবক। এদিকে বাজারে বেশ কিছু টাকা ধার হয়ে যায় ওই যুবকের। CONTINUE READING

    Panihati পানিহাটি পৌরসভা আট নম্বর ওয়ার্ডের উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মীনাক্ষী দত্ত আজ মনোনয়নপত্র জমা দিলেন।

    গ্রীষ্মের দাবদাহে নিজের বাড়ির ছাদে গাছ লাগিয়ে সেই সমস্যা থেকে রেহাই পেয়েছে।

    Kazi Nazrul Islam বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিবস পালন বালুরঘাটে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments